বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে ঢাকা বিভাগীয় শান্তি সমাবেশ করছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন। শুক্রবার (২৭ জুলাই) দুপুর সোয়া ২টায় এ সমাবেশ শুরু হয়। শান্তি সমাবেশ শুরু হওয়ার আধাঘণ্টা পরই শুরু হয় মুষলধারে বৃষ্টি। এর মধ্যেই চলছে শান্তি সমাবেশ।
Advertisement
আরও পড়ুন: ‘জয় বাংলা, বাংলার জয়’ গানে আওয়ামী লীগের শান্তি সমাবেশ শুরু
আরও পড়ুন: সর্বোচ্চ নিরাপত্তায় মোড়া ঢাকা, প্রস্তুত জলকামান-সাঁজোয়া যান
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে বৃষ্টির মধ্যেই চলছে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ শান্তি সমাবেশ। শান্তি সমাবেশে কাকভেজায় দাঁড়িয়ে থাকেন নেতাকর্মীরা। কেউ ছাতা, কেউ ব্যানার দিয়ে বৃষ্টি আটকানোর চেষ্টা করছেন। অনেকে আবার বৃষ্টিতে ভিজেই সমাবেশে উপস্থিত রয়েছেন।
Advertisement
এর আগে দুপুর দেড়টার দিকেও এক পসলা বৃষ্টি সমাবেশে আশা নেতাকর্মীদের যেন ছন্দপতন ঘটিয়েছে।
আরও পড়ুন: আওয়ামী লীগের সমাবেশ/স্লোগানে স্লোগানে মুখরিত বায়তুল মোকাররম
শুক্রবার বিকেল সোয়া ৩টায় বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে কুরআন তেলাওয়াতে মাধ্যমে শান্তি সমাবেশ শুরু হয়। সভায় সভাপতিত্ব করছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ৷
আরএসএম/জেএইচ/এএসএম
Advertisement