বায়তুল মোকাররম ও এর আশপাশ এখন স্লোগানে স্লোগানে মুখরিত। এরই মধ্যে আওয়ামী লীগের তিন অঙ্গ সংগঠনের শান্তি সমাবেশ শুরু হয়ে গেছে। আজ শুক্রবার (২৮ জুলাই) বিকেল ৩টায় সমাবেশ শুরু হয়। তবে এখনো মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা।
Advertisement
সরেজমিনে দেখা যায়, শিক্ষা ভবন এলাকা থেকে মিছিল নিয়ে পৃথক পৃথক ব্যানারে সমাবেশে ঢুকছেন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা। এসময় তারা বিএনপি-জামায়াত বিরোধী স্লোগান দেন। ‘শেখ হাসিনার সরকার বারবার দরকার’ এমন স্লোগানে এখন উত্তাল মুক্তাঙ্গন, গুলিস্তান, ফুলবাড়িয়া ও বঙ্গবন্ধু এভিনিউ। তবে দুপুর আড়াইটা থেকে বায়তুল মোকাররমের সামনে মঞ্চে নেতারা এক এক করে বক্তব্য শুরু করেন।
নারায়ণগঞ্জ থেকে সংসদ সদস্য শামীম ওসমানের প্ল্যাকার্ড নিয়ে মিছিলে অংশ নিয়েছেন যুবলীগ কর্মী নাহিদ হাসান। তিনি বলেন, নারায়ণগঞ্জ থেকে প্রায় তিন হাজার যুবলীগ নেতাকর্মী আজকের সমাবেশে যোগ দিয়েছেন। এছাড়া আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা পৃথক পৃথক ব্যানার নিয়ে সমাবেশে এসেছেন।
সাভার থেকে এই সমাবেশে যোগ দিয়েছেন উপজেলা শাখা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক মাহমুদুল হাসান। তিনি বলেন, আজকের এই সমাবেশে আমাদের সবার একটাই দাবি শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং শেখ হাসিনা সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করবে। শেখ হাসিনা ছাড়া এই রাষ্ট্র কারো হাতে নিরাপদ নয়। বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে দেশে নৈরাজ্য সৃষ্টি করবে।
Advertisement
দুপুর আড়াইটায় কয়েক হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশে যোগ দেয় গাজীপুর জেলা যুবলীগ। তাদের মাথায় হলুদ রঙ্গের ক্যাপ পরা।
গাজীপুর জেলা যুবলীগ নেতা মনোয়ার ইসলাম বলেন, বিএনপির নেতাকর্মীরা এক দফা তথা তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে নয়াপল্টনে সমাবেশ করছেন। তারা যাতে ঢাকা শহরে কোনো ধরনের বিশৃঙ্খলা, নৈরাজ্য তৈরি করতে না পারে সেজন্য আজকে গাজীপুর জেলা যুবলীগ এই সমাবেশে অবস্থা নিয়েছে। যে কোনো মূল্যে তাদের এই চক্রান্ত প্রতিহত করা হবে।
এমএমএ/জেডএইচ/এএসএম
Advertisement