বিনোদন

নন্দনে বিনা মূল্যে দেখানো হবে বাংলাদেশের ২৪ সিনেমা

কলকাতায় ৩ দিন ধরে হবে বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে পঞ্চম বাংলাদেশ উৎসব শুরু হচ্ছে আগামীকাল (২৯ জুলাই)। এ উৎসবে কলকাতার নন্দনের ১ ও ২ প্রেক্ষাগৃহে বাংলাদেশের ২৪টি সিনেমা বিনা মূল্যে দেখানো হবে।

Advertisement

বৃহস্পতিবার (২৭ জুলাই) এ উৎসবের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশি তারকাদের মধ্যে উপস্থিত ছিলেন চিত্রনায়ক ফেরদৌস, চিত্রনায়িকা পূর্ণিমা, অভিনেত্রী নুসরাত ফারিয়া প্রমুখ।

আরও পড়ুন: ‘মহানায়ক’ পুরস্কার পেলেন অঙ্কুশ

২৯-৩১ জুলাই প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে চলচ্চিত্র উৎসব। এ উৎসবের আয়োজন করেছে বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও ভারতের ডেপুটি হাইকমিশনার।

Advertisement

বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশেরে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ, কলকাতার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এছাড়াও ছিলেন চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষসহ বিশিষ্ট ব্যক্তিরা। ৩দিন ব্যাপী চলচ্চিত্র উৎসবে বিনা মূল্য দেখানো হবে ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘লাল শাড়ি’, ‘গেরিলা’, ‘দামাল’-সহ ২৪টি সিনেমা।

আরও পড়ুন: বলিউডের যেসব তারকার অন্য দেশের নাগরিকত্ব রয়েছে

বাংলাদেশের সিনেমা ধীরে ধীরে জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গের দর্শকদের মধ্যেও। এর অন্যতম উদাহরণ হিসেবে তুলে ধরা যায় ‘হাওয়া’ সিনেমাটিকে। বাংলাদেশে মুক্তি পাওয়া এ সিনেমার প্রশংসা ছড়িয়ে পড়েছিল ওপার বাংলাতেও।

আর সেই প্রশংসার কারণে এমনই চলচ্চিত্র উৎসবে এ সিনেমা দেখতে ভিড় জমিয়েছিলেন হাজার হাজার দর্শক। চোখে পড়ার মতো ছিল সেই লাইন। এ সিনেমাটি তুমুল প্রশংসিত হয়েছিল। আরও পড়ুন: দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’ সিনেমার ট্রেলার প্রকাশ

Advertisement

কেবল বড়পর্দায় হাওয়া নয়, ওটিটি প্ল্যাটফর্মেও দর্শকদের মন কাড়ছে একাধিক বাংলা ওয়েব সিরিজ। এরমধ্যে ‘কারাগার’ ও ‘তাকদির’ অন্যতম। বাংলাদেশের অভিনেতা চঞ্চল চৌধুরী কলকাতাতেও কাজ করছেন চুটিয়ে।

সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘পদাতিক’ সিনেমার মূল ভূমিকায় দেখা যাবে তাকে। কলকাতায় ‘হাওয়া’ মুক্তি পেয়েছিল বড়পর্দাতেও। এ সিনেমা চান মাঝির ভূমিকায় দর্শকদের মন জয় করেছেন চঞ্চল।

অন্যদিকে বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসান দীর্ঘদিন ধরে ওপার বাংলায় কাজ করছেন। একের পর এক টালিউড সিনেমায় জয়ার অনবদ্য অভিনয় প্রত্যেককে মুগ্ধ করছে।

টলিউডের একাধিক খ্যাতিমান পরিচালকের পরিচালনায় মুখ্য ভূমিকায় দেখা গেছে জয়াকে। সর্বশেষ সৃজিতের সিনেমার শুটিংয়ে আপাতত ব্যস্ত জয়। এছাড়া সম্প্রতি কলকাতায় বড়পর্দায় মুক্তি পেয়েছে বাংলাদেশের সিনেমা ‘সুড়ঙ্গ’। রায়হান রাফি পরিচালিত এ সিনেমার কলাকুশলীরাও বাংলাদেশেরই।

সব মিলিয়ে বলা যায়, বর্তমানে কলকাতার মানুষেরাও বাংলাদেশের সিনেমা সম্পর্কে বেশ ওয়াকিবহাল। আর সেই পরিস্থিতিতে কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র দেখানোর এ আয়োজন বেশ তাৎপর্যপূর্ণ দুই বাংলার জন্য।

এমএমএফ/এএসএম