সরকারের পদত্যাগসহ নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের ১ দফা দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে শরীক আরও ৩৭ দল। রাজধানীর ১১টি স্থানে আজ সমাবেশ করবে এসব রাজনৈতিক দল।
Advertisement
বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা দলগুলোর সমাবেশ থেকেও আমলা ও পুলিশ প্রশাসনকে বিশেষ বার্তা দেওয়া হবে বলে জানিয়েছেন নেতারা। এক্ষেত্রে অভিন্ন বক্তব্য দেবে সমমনা সব দল ও জোট।
জানা গেছে, বিকেল ৩টায় মৎস্য ভবনের সামনে সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ। এতে বক্তব্য রাখবেন মঞ্চের কেন্দ্রীয় নেতা জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকিসহ মঞ্চের কেন্দ্রীয় নেতারা।
আরও পড়ুন: কাকরাইলে হাজারো নেতাকর্মীর অবস্থান
Advertisement
একই সময়ে বিজয়নগর পানির ট্যাংকের সামনে মহাসমাবেশ করবে ১২ দলীয় জোট। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন জোটের সমন্বয়ক, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা।
বেলা ৩টায় পূর্ব-পান্থপথে এফডিসি সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি। দলের মহাসচিব ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমেদ।
বিকেল ৩টায় গণফোরাম চত্বরে যৌথভাবে মহাসমাবেশ করবে গণফোরামের একাংশ ও বাংলাদেশ পিপলস পার্টি। এতে উপস্থিত থাকবেন গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সদরার চাখারী, মহাসচিব আবদুল কাদের প্রমুখ।
বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করবে ড. রেজা কিবরিয়া নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ। বিকাল ৩টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদ।
Advertisement
এছাড়া যুগপৎ আন্দোলনে নতুন যুক্ত হওয়া ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনও সমাবশে করবে বিকেল সাড়ে ৩টায় মালিবাগ মোড়ের দলীয় কার্যালয়ের সামনে। বিকেল সাড়ে ৩টায় বিজয়নগর পানির ট্যাংকের সামনে সমাবেশ করবে মোস্তাফিজুর রহমান ইরানের বাংলাদেশ লেবার পার্টি।
আরও পড়ুন: যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত ‘স্পেশাল ফোর্স’
এর আগে সকাল ১০টা থেকেই শুরু হয়েছে কিছু সমাবেশ। এরমধ্যে সকাল ১০টায় রাজধানীর পুরানা পল্টনের আন্দোলন চত্বরে সমাবেশ করেছে ইসলামী আন্দোলনের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ। একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ করেছে চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্যজোট। বেলা ১১টা থেকে বিজয়নগরের আল রাজি কমপ্লেক্সের সামনে সমাবেশ করছে জাতীয়তাবাদী সমমনা জোট।
বিএনপি নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে না থাকলেও একই দাবিতে বেলা ১১টায় বিজয়নগরের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রতিবাদী অবস্থান ও বিক্ষোভ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠনও সমাবেশ করছে আজ।
কেএইচ/এমএইচআর/জিকেএস