কুমিল্লা শিক্ষা বোর্ডে এবার এসএসসি পরীক্ষার পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩ জন শিক্ষার্থী।
Advertisement
শুক্রবারর (২৮ জুলাই) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো. আসাদুজ্জামান জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার এক হাজার ৭৭৬টি বিদ্যালয়ের এক লাখ ৮২ হাজার ৬৩৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।
এদের মধ্যে ছাত্র ৭৭ হাজার ১০০ জন এবং ছাত্রী এক লাখ পাঁচ হাজার ৫৩৫ জন। উত্তীর্ণ হয়েছে এক লাখ ৪৩ হাজার ২১৬ জন। এদের মধ্যে ছাত্র ৬০ হাজার ৭৪৭ জন এবং ছাত্রী এক লখ ৮২ হাজার ৪৬৯ জন। এবার পাসের হার ৭৮ দশমিক ৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৬২৩জন।
Advertisement
গত বছরের চেয়ে এবারের ফলাফল আবনতি হয়েছে। গতবার পাসের হার ছিল ৯১ দশমিক ২৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছিল ১৯ হাজার ৯৯৮ জন।
জাহিদ পাটোয়ারী/আরএইচ/জিকেএস