জোকস

পাঁচ বছর সুখেই ছিলাম

পাঁচ বছর সুখেই ছিলাম অনেকদিন পর দুই বান্ধবীর দেখা। বিভিন্ন বিষয়ে কথাবার্তার পর এক বান্ধবী আরেক বান্ধবীকে বলল- ১ম বান্ধবী : এবার তোর নিজের কথা বল। স্বামী-সংসার নিয়ে কেমন আছিস? ২য় বান্ধবী : আর বলিস না, গত পাঁচ বছর সুখেই ছিলাম। এবার বুঝি সেটা শেষ হতে চলল। ১ম বান্ধবী : কেন? স্বামীর সঙ্গে কি খারাপ সম্পর্ক যাচ্ছে? ২য় বান্ধবী : না, এ ব্যাপারে ওর কোনো হাত নেই। গত পাঁচ বছর ধরে ওতো দুর্নীতির অভিযোগে পলাতক ছিল। সামনের মাসেই দেশে ফিরছে।****তৃতীয় ভোটটা দিলো কেএক লোকের ইচ্ছে হয়েছে তিনি নির্বাচন করবেন। দাঁড়িয়েও গেলেন ভোটে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে। ভোট হলো। গণনা শেষে দেখা গেল, তিনি মাত্র তিনটি ভোট পেয়েছেন। লোকটির স্ত্রী তো রেগে আগুন। বলল, ‘আমি আগেই সন্দেহ করেছিলাম, তুমি নিশ্চয় অন্য কোনো মেয়েকে ভালোবাস। তা না হলে তৃতীয় ভোটটা দিলো কে?’****থুতু দেয় উল্টো দিকে স্বৈরাচার এক শাসক নিজের ছবি দিয়ে স্ট্যাম্প বের করার পর একদিন খোঁজ নিতে গেলেন। শাসক : কী, স্ট্যাম্পটা কেমন চলছে? কর্মকর্তা : স্ট্যাম্প তো চলছে না স্যার। সবকিছু ভালো হয়েছে কিন্তু ভালো আঠা দেয়া হয় নাই। শাসক : কী! ডাকো তাকে। আঠার দায়িত্বে কে ছিল? আঠার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এলেন-কর্মকর্তা : স্যার আঠা তো ভালোই দিয়েছি কিন্তু লোকজন তো আঠার দিকে থুতু দেয় না, থুতু দেয় উল্টো দিকে।****শুধু বিল পাস করমুএক নেতা যখন ভোটে দাঁড়ালেন, প্রচুর পোস্টার ছাপালেন। প্রেসের লোক এসে বলল, ‘স্যার, এত পোস্টার ছাপালেন, বিলটা তো পাইলাম না।’ নেতা বললেন, ‘খাড়াও মিয়া, খালি একবার জিতে যাই, তারপর তো শুধু বিলই পাস করমু।’এসইউ/পিআর

Advertisement