রাজনীতি

সরকারের বিভিন্ন এজেন্ট মহাসমাবেশে ঝামেলা করতে পারে: আমান

সরকারের বিভিন্ন এজেন্ট মহাসমাবেশে ঝামেলা করতে পারে দলীয় নেতাকর্মীদের কাছে এমন আশঙ্কার কথা বলেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। বৃহস্পতিবার (২৭ জুলাই) রাতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

Advertisement

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, সবাই যার যার গন্তব্যে চলে যান। শুক্রবার সবাই সমাবেশের প্রস্তুতি নিয়ে আসুন। এই মুহূর্তে এখান থেকে সরে যেতে হবে। আমরা যেহেতু মঞ্চের কাজ শুরু করবো সেহেতু যেখানে কাজ হবে সে জায়গায় কেউ দাঁড়াবেন না। আমাদের সময় কম। সুতরাং আপনাদের সহযোগিতা প্রয়োজন।

আরও পড়ুন> ‘সরকার পদত্যাগ না করা পর্যন্ত রাস্তায় থাকবো’

তিনি বলেন, মনে রাখতে হবে, সরকারি বিভিন্ন এজেন্ট এসে মহাসমাবেশে ঝামেলা করতে পারে। সুতরাং সবাই অতন্দ্রপ্রহরীর মতো কাজ করতে হবে। আমাদের মনিটরিং টিম কাজ করছে। সার্বক্ষণিক আপনারাও চোখ কান খোলা রাখুন।

Advertisement

শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন হতে পারে না উল্লেখ করে আমান উল্লাহ আমান বলেন, আমরা এক দফায় নির্বাচন করতে চাই। কিন্তু কোনোভাবেই হাসিনার অধীনে নির্বাচনে যেতে পারি না। সবাই ধৈর্য ধরে থাকুন। বিজয় আমাদের সুনিশ্চিত।

আরও পড়ুন> মহাসমাবেশের অনুমতি পেয়ে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা

এ সময় ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেন, শুক্রবার স্মরণকালের সেরা মহাসমাবেশ হবে। মিছিলের নগরীতে পরিণত হবে এই ঢাকা শহর। আমরা আমাদের অজস্র সহকর্মী সহযোদ্ধাদের হারিয়েছি। তাদের রক্তের ঋণ ও তাদের প্রতি অবিচারের প্রতিশোধ গ্রহণের চেতনা আমাদের মধ্যে রয়েছে। দেশ পরিবর্তনের নায়ক তারেক রহমান যে নির্দেশনা দেবেন সে নির্দেশনা আমরা সফলভাবে পালন করবো। কোনো পাতানো ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না। আমাদের এ আদর্শিক যুদ্ধ বাংলাদেশের মাটিতে বাস্তবায়ন হবে।

আরও পড়ুন> যে ২৩ শর্তে সমাবেশের অনুমতি পেলো আওয়ামী লীগ-বিএনপি

Advertisement

এ সময় তিনি আরও বলেন, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং দক্ষিণের ভারপ্রাপ্ত সদস্য সচিব রবিন তারা মঞ্চ নির্মাণের কাজে সার্বক্ষণিক আছেন, আপনারা সবাই তাদেরকে সহযোগিতা করবেন।

এদিকে, রাতেই মহাসমাবেশের জন্য কার্যালয়ের সামনের রাস্তায় ৪টি ট্রাক দিয়ে অস্থায়ী মঞ্চ তৈরির প্রস্তুতি শুরু হয়।

কেএইচ/এসএনআর/জিকেএস