নোঙর
Advertisement
অগ্রসর হচ্ছে অতিদ্রুতনৃত্যরত মূহুর্তগতির দুয়ারে পাহারায় শান্ত পতঙ্গ।সামনে এখন বিবিধ প্রকাশছদ্ম পোশাকে বাহারি নৈব্যক্তিক।খাঁচা বুঝে অহরহ পাখির পদধ্বনিকেননা এটাই ধ্বনি নকশার প্রাথমিক খসড়াযার থেকে অস্তিত্বমুখ অঙ্কুরের দিশা পাবেএই ভাদ্রে, আসন্ন আশ্বিনের গন্ধে।
****
সংকেত
Advertisement
তাকিয়ে দেখি ধুপবাতি নিভে যায়সংকেত বোঝে না আর মানুষদেবতা লজ্জায় নিস্ফলা ফুঁ দিলেবনের পাখিরা এই ঘরেঅচেনা সত্তার ফিতা কাটে।
পরিচিতি ফেরদৌস জান্নাতুলজন্ম: ২৭ জুলাই ১৯৯৩। বাংলা সাহিত্যে সন্মানসহ স্নাতক ও স্নাতকোত্তর। সম্পাদক: স্বরবর্ণ (তারুণ্যের ছোটকাগজ)নির্বাহী সম্পাদক: কার্পাস (শিল্প-সাহিত্যের ছোটকাগজ)
প্রকাশিত গ্রন্থ: ৭টিকাব্য: ৫টিউপন্যাস: ১টিগল্প: ১টি
উল্লেখযোগ্য গ্রন্থ
Advertisement
* সুখসমগ্র লিখে গেছে হাওড়ের জল, (কাব্য)প্রকাশক: নৈঋতা ক্যাফে, ঢাকা ২০২০* তীক্ষ্ণ বড়শিতে মাছের আলিঙ্গন, (কাব্য) রূপন্তি প্রকাশন, ঢাকা, ২০১৫* অবরুদ্ধ নন্দিনী, (গল্প) শব্দ প্রকাশন, গাইবান্ধা, ২০১৩* ত্রিকাল খোঁজের মহড়া, (কাব্য) বেহুলাবাঙলা প্রকাশন, ঢাকা, ২০২৩
এসইউ/এমআইএইচ/জিকেএস