বিনোদন

নতুন সিনেমায় শুটিং করছেন ববি, সঙ্গে আদর আজাদ

নতুন সিনেমায় শুটিং করছেন ববি, সঙ্গে আদর আজাদ

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। এক যুগ আগে রূপালি ভুবনে পথচলা শুরু করেছিলেন। গ্ল্যামারের আলোয় নিজেকে মেলে ধরেছেন। পেয়েছেন পরিচিতিও।

Advertisement

আগামী সেপ্টেম্বরে প্রেক্ষাগৃহে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন ববি। চমকটির নাম ‘ময়ূরাক্ষী’। রাশিদ পলাশ নির্মিত এই সিনেমা সেপ্টেম্বরে মুক্তি পাবে বলে জানিয়েছেন নির্মাতা।

এইমধ্যে ববি ভক্তদের জন্য সুখবর। নতুন সিনেমায় কাজ শুরু করেছেন ইয়ামিন হক ববি। নতুন সিনেমাটির নাম ‘খোয়াব’। নির্মাণ করছেন নির্মাতা আবুল খায়ের চাঁদ। সাহিত্য নির্ভর সিনেমাটিতে সুপারস্টার নায়িকা চরিত্রে অভিনয় করছেন ইয়ামিন হক ববি। তার বিপরীতে মেকআপম্যানের সহকারীর চরিত্রে আদর আজাদ। বুধবার (২৬ জুলাই) এফডিসি দিয়ে সিনেমাটির শুটিং শুরু হয়। একটানা কাজ করে শেষ করা হবে এর চিত্রায়ন।

আরও পড়ুন: দুই বছর পর এফডিসিতে শুটিং করলেন ববি

Advertisement

এ প্রসঙ্গে পরিচালক আবুল খায়ের চাঁদ বলেন, ‘খোয়াব’ এনথ্রপলজি সিনেমা। তিনটি গল্প নিয়ে একটি সিনেমা। এর মূল নাম ‘জীবন জুয়া’। ‘খোয়াব’ পর্বে আদর-ববি অভিনয় করছেন। তারা খুব ভালো কাজ করছেন। দর্শক নতুন একটি জুটি পেতে যাচ্ছে। সিনেমাটি আসছে অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে। আশা করছি, দর্শক নতুন কিছু পাবে।

ববি বলেন, নতুনদের মধ্যে আদর আজাদের সম্ভাবনা অনেক বেশি। প্রথমবার তার সঙ্গে ক্যামেরার সামনে দাঁড়ালাম। ভালো অভিনয় করে। সিনেমাটিও দর্শকদের ভালো লাগবে আশা করছি।

আরও পড়ুন: ‘ময়ূরাক্ষী’র পোস্টারে এ কোন খালেক আফসারী?

নতুন সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, প্রতিটি মানুষের জীবনেই স্বপ্ন থাকে। কিন্তু সেই স্বপ্ন পূরণ করতে এসে নানা পরিবর্তন হয়। সবসময় সব স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন, স্বপ্নই থেকে যায়। নামের সঙ্গে চরিত্রের গভীর একটা সম্পর্ক আছে।

Advertisement

সিনেমাটিতে আমি মেকআপম্যানের সহকারীর চরিত্রে অভিনয় করছি। চরিত্রের প্রয়োজনে আমার গেটআপে পরিবর্তন আনতে হয়েছে। যে পরিবর্তন পূর্বের সিনেমাগুলোতে ছিল না। আশা করছি, আমাদের জুটি দর্শক পছন্দ করবে।

‘খোয়াব’ সিনেমাটিতে গল্পের হিরো চিত্রনায়ক সাঞ্জু জন। এতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, বাপ্পি আশরাফ প্রমুখ।

এমআই/এমএমএফ/জিকেএস