সাহিত্য

সলিল মজুমদারের গুচ্ছ কবিতা

একটা মেয়ে

Advertisement

একটা মেয়েদৌড়ে দৌড়ে বেড়ায়পিছু পিছুসাগর তীরে

সেই মেয়েটারচোখগুলোঠোঁটগুলোআঙুলগুলোআমার মতো

একটা মেয়েবারে বারে ডেকে চলেঢেউয়ের সনেপাল্লা করেবাবা বাবা...

Advertisement

****

ভীতু কোথাকার

ঢেউ এসে পা ছুঁতে চায়বালিতে শুষে যাকপা-টা থাক শুকনোই থাক

ঢেউ বলে ভীতু কোথাকার!

Advertisement

****

এখানে বৃষ্টি ঝরে

এখানে সেগুন ভেজেকোথাও গরানকোথাও শালএভাবে বৃষ্টি ঝরুকঝরে পড়ুক আগামীকাল।

****

স্মৃতিতে আমার

স্মৃতিতে আমারকাথা মোড়ানো ঘুমটিনের চালে বৃষ্টি...

দৃষ্টিদৃষ্টি আমার শৈশব-কৈশোরেঅথচ আমি রেখার এপারে।

****

হাওরকন্যা

তার চুলগুলো ছিল যেন শ্রাবণের মাঝ হাওরের জলের মতো উত্তাল।একদিন পূর্ণিমা রাতে মাছ শিকার করবো বলে বেরিয়ে পড়লাম...পুরোল ভাই দূর থেকে বলে উঠলোদাদা, গভীর জল। আমায় সাথে করে নাও। ঝড় নামতে পারে...আমি না হয় সে ঝড়ে মিশে যাবো।

এসইউ/এএসএম