দেশজুড়ে

বরিশালে ডেঙ্গুতে যুবকের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ২৮৪

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমরান (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বরিশাল বিভাগে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত পাঁচজনের মৃত্যু হয়েছে।

Advertisement

বুধবার (২৬ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো তথ্যে বিষয়টি জানা গেছে।

মৃত ইমরান পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা বলে জানিয়েছেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল।

এছাড়া ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২৮৪ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭১ জন শেবাচিম হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে হাসপাতালটিতে বর্তমানে ২০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

Advertisement

এছাড়া বরিশাল জেলার অন্য হাসপাতালে ৩৬ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলায় ৬৬ জন, ভোলায় ২৯ জন, পিরোজপুরে ৪০ জন, বরগুনায় ২৯ জন ও ঝালকাঠিতে ১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে পুরো বিভাগের ছয় জেলার সরকারি বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৭৫৮ জন রোগী চিকিৎসাধীন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে চার হাজার ৭০০ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন তিন হাজার ২৪৩ জন।

শাওন খান/এমআরআর/জেআইএম

Advertisement