জাতীয়

চট্টগ্রামে মশার লার্ভা পাওয়ায় ৬ ভবন মালিকের জরিমানা

চট্টগ্রাম মহানগরীতে মশার লার্ভা পাওয়ায় ৬ ভবন মালিককে ৩৬ হাজার টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জুলাই) নগরীর চাঁন্দগাও আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।

Advertisement

তিনি বলেন, ডেঙ্গু মশা নিধনে এডিস মশার উৎসস্থল বাসা বাড়ির ছাদবাগান ও নির্মাণাধীন ভবন ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করে পাওয়া তথ্য অনুযায়ী চান্দগাঁও আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নির্মাণাধীন ভবনের নিচে, ফুলের টব, ড্রাম ও ছাদে জমে থাকা পানিতে মশার লার্ভা থাকায় ৬ ভবন মালিককে ৩৬ টাকা জরিমানা করা হয়।

অভিযানে সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের প্রধান আবুল হাশেম, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহী অংশ নেন। এসময় চসিকের কর্মীরা মশা নিধনে ওষুধ ছেটান, মাইকিং করেন এবং জনসচেতনতা সৃষ্টির জন্য লিফলেট বিতরণ করেন।

এমডিআইএইচ/এমআইএইচএস/এমএস

Advertisement