দেশজুড়ে

টাঙ্গাইলে একদিনে ডেঙ্গু আক্রান্ত ২৭ জন

টাঙ্গাইলে কমছেই না ডেঙ্গুর সংক্রমণ। প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা। একদিনে নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ২৭ জন।

Advertisement

মঙ্গলবার (২৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া।

সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ১৮ জন, নাগরপুরে দুজন, মির্জাপুরে পাঁচজন, দেলদুয়ারে একজন এবং গোপালপুরে একজন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৭ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০৫ জন। সুস্থ হয়েছেন ১৫৩ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ৫২ জন। আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

Advertisement