স্কুল-কলেজে মশা সচেতনতায় এক লাখ কার্টুন বই বিলির ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। সোমবার (২৪ জুলাই) গুলশানে ডিএনসিসি নগর ভবনের হল রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ২০২৩-২৪ অর্থবছরের বাজেট ঘোষণা উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে ডিএনসিসি।
Advertisement
সংবাদ সম্মেলনের শুরুতে ‘মশার কামড় ক্ষতিকর’ শীর্ষক একটি কার্টুন ছবি সমৃদ্ধ বইয়ের মোড়ক উন্মোচন করেন ঢাকা উত্তর সিটি মেয়র মো. আতিকুল ইসলাম। মশাবাহিত রোগ থেকে মুক্তি পেতে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় প্রাথমিক বিদ্যালয়, মাদরাসাসহ প্রাথমিক সব শিক্ষাপ্রতিষ্ঠানে মশা বিষয়ক এক লাখ সচেতনতামূলক বই বিতরণ করবে উত্তর সিটি করপোরেশন।
বইটি যুক্তরাষ্ট্রের মিয়ামি ডেড কাউন্টিতে শিশুদের মধ্যে বিলি করা একটি বইয়ের বঙ্গানুবাদ। ১২ পৃষ্ঠার এ বইয়ে বিভিন্ন কার্টুনসহ সচেতনামূলক বাক্য দেওয়া হয়েছে।
মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা আমাদের ছোটমনিদের জানাতে চাই যে মশার কামড় ক্ষতিকর। তাদের জানাতে পারলে আমরা মশার কামড় থেকে রক্ষা পেতে পারবো। আমরা আমাদের শিশুদের সুপার হিরো বানাতে চাই, মশার বিরুদ্ধে। শিশুরা যদি মশার বিষয়ে জানতে পারে এবং কামড় থেকে নিজেদের মুক্ত রাখতে পারে, তবে অনেকাংশেই আমরা মশাবাহীত রোগ রুখতে পারবো। শিশুরা মশার প্রজননস্থল, ক্ষতিকর দিক সম্পর্কে জানলে পরিবারে এর প্রভাব পড়বে।
Advertisement
তিনি বলেন, সিটি করপোরেশন থেকে বই উত্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছে দেওয়া হবে। এ বই বিতরণ শেষ হলে আমরা আরও বই ছাপিয়ে শিশুদের মধ্যে ছড়িয়ে দেবো।
এমএমএ/এমআইএইচএস/এএসএম