জাতিসংঘের খাদ্যবিষয়ক শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তিনি।
Advertisement
ইতালির রোমে জাতিসংঘ খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) সদরদপ্তরে এই সম্মেলন হচ্ছে। প্রধানমন্ত্রী বাংলাদেশ সময় সোমবার বিকেলে এফএও সদরদপ্তরে যান।
‘সাসটেইনেবল ফুড সিস্টেম ফর পিপল, প্লানেট অ্যান্ড প্রোসপারিটি: ডাইভার্স পাথওয়ে ইন এ শেয়ার্ড জার্নি’ প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন।
আরও পড়ুন: ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী
Advertisement
এই সম্মেলনে যোগ দিতে রোববার বিকেলে ইতালির রাজধানী রোমে পৌঁছান প্রধানমন্ত্রী।
খাদ্যবিষয়ক শীর্ষ সম্মেলন উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
আরও পড়ুন: আমার লক্ষ্য দেশবাসীর ভাগ্য পরিবর্তন করা: প্রধানমন্ত্রী
তিন দিনব্যাপী উচ্চপর্যায়ের এ সম্মেলনের লক্ষ্য হলো, ২০২১ সালে অনুষ্ঠিত প্রথম খাদ্য ব্যবস্থাপনা শীর্ষ সম্মেলনের পদক্ষেপের প্রতিশ্রুতিগুলোর অগ্রগতি পর্যালোচনা করা। একই সঙ্গে প্রতিশ্রুতিপ্রাপ্ত দেশগুলোর জন্য একটি অনুকূল পরিস্থিতি তৈরি করা এবং স্থায়ী বাধা ও সাফল্য চিহ্নিত করা।
Advertisement
জেডএইচ/এমএস