২০২২ সালের শুরু থেকে আট মাস ধরে রাজধানীর বাসাবোর একটি বাসায় ভাড়া থেকেছেন পাহাড়ি সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) প্রধান নাথান বম। গতবছরের অক্টোবরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পার্বত্য চট্টগ্রামে অভিযান শুরু করলে নাথান আত্মগোপনে চলে যান।
Advertisement
সোমবার (২৪ জুলাই) দুপুরে কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, জঙ্গি সংগঠন জামাতুল আনসার আল ফিল হিন্দাল শারক্বীয়ার আমির মো. আনিসুর রহমান মাহমুদ কেএনএফ প্রধানকে বাসাটি ভাড়া করে দেন। যা ২০ হাজার টাকায় ভাড়া করা হয়েছিল। আর নাথান বমের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ছিল আমিরের। নতুন জঙ্গি সংগঠনের আমির মাহমুদকে গ্রেফতারের পর র্যাব এসব তথ্য জানতে পেরেছে।
আরও পড়ুন> জঙ্গি নেতা শামিনের সঙ্গে যেভাবে সম্পর্ক গড়ে ওঠে কেএনএফ প্রধানের
Advertisement
কমান্ডার খন্দকার মঈন বলেন, গ্রেফতার আনিসুর রহমান মাহমুদ জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার আমির ছিলেন। তিনি দাওরায়ে হাদিস সম্পন্ন করেছেন।
এক সময় কুমিল্লা দক্ষিণের একটি সিএনজি রিফুয়েলিং পাম্পে ম্যানেজার হিসেবে চাকরি করতেন। মাহমুদ হুজির সদস্য ছিলেন। পরবর্তীতে কুমিল্লার একটি রেস্টুরেন্টে আনসার আল ইসলামের রক্সি ও ফেলানীর সঙ্গে পরিচয় হয়।
পরবর্তীতে তারা যাত্রাবাড়ীতে একটি বৈঠক করে নতুন একটি সংগঠন তৈরি ও বিস্তারের পরিকল্পনা করে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র কার্যক্রম শুরু করেন। মাহমুদ কুমিল্লাসহ দেশের বিভিন্ন এলাকায় সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করেন। ২০১৬ সাল পরবর্তী বিভিন্ন সময় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বিভিন্ন মসজিদে গিয়ে সংগঠনের দাওয়াতি কার্যক্রম পরিচালনা করতেন। এরপর মাহমুদ বান্দরবনে এক মাস সামরিক বিভিন্ন কৌশল, অস্ত্র চালানোর প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে কুমিল্লার প্রতাপপুরে মাহমুদ তার বাড়িসহ জমি এক ব্যক্তির নিকট ৫০ লাখ টাকায় বিক্রি করে দেন এবং তিনি জমি বিক্রির কিছু টাকা সংগঠনে দেন।
আরও পড়ুন> ‘কেএনএফ’র কাছে জঙ্গি প্রশিক্ষণ নিচ্ছে বাড়িছাড়া তরুণরা
Advertisement
বাকি টাকা দিয়ে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে সাড়ে তিন বিঘা জমি কিনে পোল্ট্রি ফার্ম, চাষাবাদ ও গবাদি পশুর খামার করেন। পাহাড়ে প্রশিক্ষণ নেওয়ার আগে নাথান বমের বিতর্কিত সেনা কর্মকর্তা মেজর (বরখাস্ত) জিয়াসহ অনেকের সঙ্গে পরিচয়। এরপরই বিভিন্ন সময় পাহাড়ে সশস্ত্র প্রশিক্ষণ নেন সমতল থেকে নিরুদ্দেশ হওয়া তরুণরা। এদের মধ্যে গতবছরের ৮ অক্টোবর পাহাড়ে অভিযান চালায় র্যাব। এসময় বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।
টিটি/এসএনআর/জিকেএস