চলতি বছরের এপ্রিল থেকে জুন এ সময়ের ব্যবসায় লোকসান করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ইসলামিক ফাইন্যান্স। এতে অর্ধবার্ষিক (জানুয়ারি থেকে জুন) হিসাবে কোম্পানিটির মুনাফা গত বছরের তুলনায় কমেছে। সেই সঙ্গে কমেছে সম্পদের পরিমাণ। পাশাপাশি ক্যাশ ফ্লো ঋণাত্মক অবস্থানে রয়েছে।
Advertisement
কোম্পানিটির কর্তৃপক্ষের দেওয়ার তথ্যের ভিত্তিতে সোমবার (২৪ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ডিএসই জানিয়েছে, চলতি বছরের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময়ে কোম্পানিটি শেয়ারপ্রতি লোকসান করেছে ৪ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি মুনাফা হয় ৩২ পয়সা।
এদিকে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ২ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৬২ পয়সা। অর্থাৎ ছয় মাসের হিসাবে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৬০ পয়সা।
Advertisement
কোম্পানিটির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের জুন মাস শেষে শেয়ারপ্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৪ টাকা ৯ পয়সা, যা ২০২২ সালের জুন শেষে ছিল ১৪ টাকা ৮৮ পয়সা।
অপারেটিং ক্যাশ ফ্লোর তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ঋণাত্মক ২ টাকা ২৬ পয়সা। আগের হিসাবে বছরের একই সময়ে শেয়ারপ্রতি অপারেটিং ক্যাশ ফ্লো ছিল ঋণাত্মক ১৩ টাকা ৪২ পয়সা।
এমএএস/এসএনআর/জেআইএম
Advertisement