পঞ্চমবারের মতো কলকাতার নন্দনে শুরু হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ২৮ জুলাই থেকে শুরু হবে চার দিনব্যাপী এই উৎসব। এবারের আয়োজনে প্রদর্শনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়েছে ৪৫টি সিনেমা। এর মধ্যে রয়েছে ৩৮টি পূর্ণদৈর্ঘ্য, ৫টি প্রামাণ্যচিত্র ও ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
Advertisement
আরও পড়ুন: দুই যুগের বাঁধনে বিপাশা-তৌকীর
প্রাথমিক এই তালিকায় সর্বশেষ কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘প্রিয়তমা’, ‘সুড়ঙ্গ’, ‘লাল শাড়ি’ ও ‘প্রহেলিকা’র নাম আছে। এ ছাড়া আরও রয়েছে ‘দেশান্তর’, ‘গেরিলা’, ‘স্ফুলিঙ্গ’, ‘মা’, ‘১৯৭১ সেই সব দিন’, ‘জেকে ১৯৭১’, ‘দামাল’, ‘বিউটি সার্কাস’, ‘গুণিন’, ‘পাপপুণ্য’, ‘বীরকন্যা প্রীতিলতা’, ‘ন ডরাই’, ‘গলুই’, ‘গণ্ডি’, ‘আয়নাবাজি’, ‘দেবী’, ‘রেহানা মরিয়ম নূর’-এর মতো পুরস্কার পাওয়া এবং সাড়া জাগানো সিনেমা।
নির্বাচিত সিনেমার চূড়ান্ত সংখ্যা জানতে আরও দু-এক দিন অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক আহমেদ।
Advertisement
আরও পড়ুন: গণসংগীত মানেই ফকির আলমগীর: সংস্কৃতি প্রতিমন্ত্রী
চলচ্চিত্র প্রদর্শনীর পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে এই উৎসবে। জানা গেছে, উৎসবের উদ্বোধনী আয়োজনে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকেও। এ ছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ ও ভারতের শোবিজ তারকাদের।
এমআই/এমএমএফ/জেআইএম
Advertisement