মৌলভীবাজারের কুলাউড়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে দলবল নিয়ে চাচা শ্বশুরের বাড়িতে হামলা করতে গিয়ে রুবেল মিয়া (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।
Advertisement
রোববার (২৩ জুন) রাত ১১টার দিকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব কর্মধা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল রাৎগাঁও ইউনিয়নের মনরাজ গ্রামের মৃত ওহাব মেম্বারের ছেলে।
জানা যায়, রুবেলের শ্বশুরের সঙ্গে চাচাতো শ্বশুরের জমি সংক্রান্ত বিরোধ ছিল। এর জেরে দল-বল নিয়ে চাচা শ্বশুর মান্নানের ওপর হামলা করতে যান রুবেল। এ সময় রুবেলের চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। আহত অবস্থায় তাকে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রুবেলের লোকজনের হামলায় চাচা শ্বশুর মান্নানসহ চারজন আহত হয়েছেন।
স্থানীয় বাসিন্দা মারুফ আহমদ বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে দলবল নিয়ে রুবেল তার শ্বশুরের পক্ষে চাচা শ্বশুর মান্নানের ওপর হামলা করেন। তখন প্রতিপক্ষের হামলায় রুবেল নিহত হন।
Advertisement
স্থানীয় ইউপি সদস্য মো. মশাহিদ জাগো নিউজকে বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করতে কয়েক দফা বৈঠক হয়েছে। বিষয়টি সমাধানের পথে ছিল। এরই মধ্যে একটি হত্যাকাণ্ড ঘটে গেলো।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক জাগো নিউজকে বলেন, রাতে জমি সংক্রান্ত বিরোধের জেরে রুবেল তার লোকজন নিয়ে চাচা শ্বশুর মান্নানের ওপর হামলা চালান। এ সময় মান্নানসহ উভয়পক্ষের চারজন আহত হন। আহতরা চিকিৎসাধীন আছেন। অপরদিকে নিহত রুবেলের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
আব্দুল আজিজ/এসজে/জেআইএম
Advertisement