শনিবার শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ। সে সঙ্গে শেষ হলো ঘরোয়া ফুটবলের ২০২২-২৩ মৌসুম। সদ্য শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বাধিক ৮ গোল করেছেন এলিটা কিংসলে।
Advertisement
নাইজেরিয়ান নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশি হওয়া আবাহনীর এই ফরোয়ার্ড তাতেও তৃপ্ত নন। কারণ, তিনি মনে করেন এই পারফরম্যান্স তার জন্য যথেষ্ট নয়। তিনি আরো বেশি ভালো করতে চেয়েছিলেন। লক্ষ্য ছিলো গোলের পরিমাণ আরো বাড়ানো।
জাগো নিউজ: একদিন আগে শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ। এবার আপনার পারফরম্যান্স কেমন ছিল?
এলিটা কিংসলে: আমি সন্তুষ্ট নই। কারণ, আমি আমার লক্ষ্য পূরণ করতে পারিনি।
Advertisement
জাগো নিউজ: আপনার লক্ষ্য কি ছিল?
এলিটা কিংসলে: আমি একজন স্ট্রাইকার। গোল করাই আমার কাজ। আমি লিগে কমপক্ষে ১২টিসহ মৌসুমে ২০ গোল করতে চেয়েছিলাম। পারিনি।
জাগো নিউজ: গত মৌসুমে লিগ ৬ গোল ছিল। এবার ৮ গোল। উন্নতিই তো হয়েছে তাই না?
এলিটা কিংসলে: এ উন্নতি আমার জন্য যথেষ্ট নয়। আমি চেয়েছিলাম স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে গোটা আটেক গোল করতে এবং লিগে গোটা বারো। সব মিলে ২০। তাহলে আমার লক্ষ্যটা পূরণ হতো।
Advertisement
জাগো নিউজ: এ মৌসুমে তো লক্ষ্যপূরণ হলো না। নতুন মৌসুম নিয়ে কি চিন্তা-ভাবনা?
এলিটা কিংসলে: পরিশ্রমের বিকল্প নেই। আমি নতুন মৌসুমের জন্য কঠিন পরিশ্রম করবো।
জাগো নিউজ: লাল-সবুজ জার্সিতে খেলে আপনার সবচেয়ে বড় স্বপ্ন পূরণ হয়েছে; কিন্তু সাফ খেলার স্বপ্ন পূরণ হয়নি। জাতীয় দলে ফেরায় নিশ্চয়ই আশাবাদী?
এলিটা কিংসলে: সাফ খেলা আমার একটা স্বপ্ন ছিল। পূরণ হয়নি। আগামীতে আবারও জাতীয় দলে ফিরবো আশা করি। এ জন্যই আমাকে কঠিন পরিশ্রম করতে হবে।
জাগো নিউজ: ধন্যবাদ।এলিটা কিংসলে: আপনাকেও ধন্যবাদ।
আরআই/আইএইচএস/