মেহেরপুরের গাংনী উপজেলার করমদি গ্রামে সাপের কামড়ে আবু জিহাদ আকাশ (১৯) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তাকে ছোবল দেওয়া বিষাক্ত শিয়ারচাঁদা সাপটি ধরতে সক্ষম হয়েছেন পরিবারের লোকজন।
Advertisement
শুক্রবার (২১ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে সাপ ছোবল দিলে বিভিন্ন ওঝার কাছে ঘুরে ভোরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আকাশের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় সাপ আতংক বিরাজ করছে।
আবু জিহাদ আকাশ কমরদি গ্রামের দিনমজুর কৃষক রহিদুল ইসলামের ছেলে এবং করমদি ডিগ্রি কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।
শিয়ারচাঁদা, কালাচ, ডোমনা চিতি, ডোমনা বোড়া বা কমনক্রেট নামের এই সাপ রাসেল ভাইপারের চেয়েও বিষাক্ত ও ভয়ঙ্কর বলে জানান চিকিৎসক।
Advertisement
জানা গেছে, নিজঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে আকাশের ডান হাতে ছোবল দেয় ওই সাপটি। পরিবারের লোকজন সাপটি ধরে একটি কৌটায় ভরে আকাশকে নিয়ে যান গ্রামের কয়েকজন ওঝার কাছে। কিন্তু সেখানে আকাশের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নেওয়া হয় কুষ্টিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আকাশের মৃত্যু হয়।
মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আব্দুল আল মারুফ জানান, প্রতিবেশী জেলা কুষ্টিয়ায় সম্প্রতি রাসেল ভাইপারের উপস্থিতি নিয়ে আতংক বিরাজ করছে। তবে রাসেল ভাইপারের চেয়েও শিয়ারচাঁদা বা কমনক্রেট বেশি বিষাক্ত ও ভয়ংকর।
আসিফ ইকবাল/এফএ/এএসএম
Advertisement