সমাজের সকল স্তরে নারীর অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি নারীর ক্ষমতায়ন বেড়েছে বলে জানিয়েছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বুধবার বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজিত এক র্যালীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।প্রতিমন্ত্রী বলেন, বেগম রোকেয়ার স্বামী তাঁকে স্বপ্ন দেখতে সহায়তা করেছিলেন। নির্যাতনমুক্ত দেশ গড়তে এবং নারীর প্রতি সহিংসতা রুখতে পুরুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে এগিয়ে আসতে হবে।দেশে সবক্ষেত্রে নারীর পদচারণা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, কিন্ত আজও আমরা প্রায় প্রতিদিন নারী নির্যাতনের ঘটনা দেখছি যা অত্যান্ত দুঃখজনক। আজ বেগম রোকেয়া দিবসের এই র্যালীতে নারী নির্যাতন মুক্ত একটি বাংলাদেশের প্রত্যয় ব্যাক্ত করছি।র্যালীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব তারিক-উল-ইসলাম ও মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক শাহিন আহমেদ চৌধুরী।
Advertisement