জিম-আফ্রো টি-টেন লিগে ফ্লাডলাইটের সমস্যায় প্রথম দিনের ম্যাচটি গড়ায় দ্বিতীয় দিনে। ফলে বুলাওয়ে ব্রেভসকে একই দিনে দুইবার মাঠে নামতে হয়েছে। প্রথম ম্যাচে তারা জিতেছে, দ্বিতীয় ম্যাচে হেরেছে।
Advertisement
প্রথম ম্যাচে হারারে হারিকেনসের বিপক্ষে ৪৯ রানের বড় জয় পায় বুলাওয়ে ব্রেভস। বুলাওয়ের হয়ে বেশ ভালো বোলিং করেছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশি পেসতারকা ২ ওভারে ৭ রান দিয়ে নিয়েছিলেন ১ উইকেট।
দ্বিতীয় ম্যাচে আরও উজ্জ্বল তাসকিন। তবে জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিমের কাছে হেরে যেতে হয়েছে তাকে। মুশফিক খেলছেন জুবার্গ বাফেলোসের হয়ে। তারা জিতেছে ১০ রানে।
Pocket dynamo @mushfiqur15 to the @JoburgBuffaloes rescue #ZimAfroT10 #CricketsFastestFormat #InTheWild #T10League #JBvBB pic.twitter.com/DclTcLOplV
Advertisement
হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে জুবার্গকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল বুলাওয়ে। নির্ধারিত ১০ ওভারে ৭ উইকেটে ১০৫ রানের বিশাল সংগ্রহ গড়ে জুবার্গ।
তাসকিনের তোপে ১৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বড় বিপদে পড়েছিল জুবার্গ। তবে ওপেনার টম ব্যান্টন ১৮ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৪ রানের ইনিংস খেলে দলকে অনেকটা এগিয়ে দেন।
তারপরের কাজটুকু করেছেন মুশফিকুর রহিম। ২৩ বলে ৮ বাউন্ডারিতে ৪৬ রানে অপরাজিত থাকেন বাংলাদেশের উইকেটরক্ষক এই ব্যাটার।
Taskin on#ZimAfroT10 #CricketsFastestFormat #InTheWild #T10League #JBvBB pic.twitter.com/aXOCFyxvNT
Advertisement
তাসকিনই বুলাওয়ের সবচেয়ে সফল বোলার ছিলেন। ২ ওভারে ১১ রান দিয়ে তিনি নেন ৩টি উইকেট।
জবাবে ৯ উইকেটে ৯৫ রানে থামে বুলাওয়ে। মোহাম্মদ হাফিজ বিধ্বংসী বোলিং করেন। ২ ওভারে ৪ রান দিয়ে একাই ৬ উইকেট নেন পাকিস্তানি এই অফস্পিনার।
২২ বলে ৪ বাউন্ডারি আর ২ ছক্কায় ৩৯ রানের হার না মানা ইনিংস খেলা আট নম্বর ব্যাটার বিউ ওয়েবস্টার অনেকটা সময় লড়াই জিইয়ে রেখেছিলেন। কিন্তু দলকে জেতাতে পারেননি।
এমএমআর/এমএস