সাহিত্য

চাঁদপুর স্টেডিয়ামে লেখকদের প্রীতি ক্রিকেট ম্যাচ

চাঁদপুরে লেখকদের আয়োজনে উৎসবমুখর পরিবেশে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২১ জুলাই সকালে চাঁদপুর স্টেডিয়ামে এ আয়োজন করা হয়।

Advertisement

খেলায় লেখকরা গল্পকার একাদশ ও কবি একাদশ নামে দুই দলে ভাগ হয়ে মাঠে নামেন। এতে গল্পকার একাদশকে হারিয়ে বিজয়ী হয় কবি একাদশ।

গল্পকার একাদশ নির্ধারিত ১৬ ওভার শেষে ৬ উইকেটের বিনিময়ে ১৪৯ রান করে। গল্পকার একাদশের পক্ষে কাদের পলাশ সর্বোচ্চ ৬৯ রান করেন।

আরও পড়ুন: অনুপ্রাণন লেখক সম্মেলন: শব্দানুরাগীদের মিলনমেলা

Advertisement

এরপর ১৫০ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে কবি একাদশ ১০ ওভার ৩ বল খেলে ১ উইকেট হারিয়ে বিজয় অর্জন করে। তাদের পক্ষে দেওয়ান মাসুদ রহমান ৫৪ এবং সাদমান শরীফ ৪৭ রানে অপরাজিত থাকেন।

গল্পকার একাদশে ছিলেন পীযূষ কান্তি বড়ুয়া, কাদের পলাশ, আশিক বিন রহিম, এইচএম জাকির (অধিনায়ক), মুহাম্মদ ফরিদ হাসান, সঞ্জয় দেওয়ান, আরিফ রাসেল, মনিরুজ্জামান বাবলু, এএম সাদ্দাম হোসেন ও রাকিবুল হাসান।

কবি একাদশে ছিলেন মোখলেছুর রহমান ভুঁইয়া, ম. নূরে আলম পাটওয়ারী, মাইনুল ইসলাম মানিক (অধিনায়ক), আরিফুল ইসলাম শান্ত, দেওয়ান মাসুদ রহমান, সুমন কুমার দত্ত, নিঝুম খান, পলাশ দে, সাদ আল-আমিন ও শাদমান শরীফ।

আরও পড়ুন: বিয়ের গল্প প্রতিযোগিতার পুরস্কার পেলেন ১০ জন

Advertisement

আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে টুর্নামেন্টটি শেষ হয়। খেলা শেষে বিজয়ী এবং বিজিত দলের মাঝে ট্রফি তুলে দেওয়া হয়।

এসইউ/এএসএম