খেলাধুলা

ব্যাঙ্গালুরুতে পৌঁছেছে টাইগাররা

দীর্ঘ ২৫ বছর পর অচেনা ইডেন গার্ডেন্সে আগেরদিনই টি-টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করল বাংলাদেশ। যদিও ম্যাচের ফলাফল সুখকর নয়। আর কলকাতাবাসীর তেমন সমর্থনও পায়নি মাশরাফিরা। ফলে একপ্রকার খালি হাতে কলকাতা ছাড়তে হলো বাংলাদেশ দলকে।টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৫৫ রানে হেরে মিশন শুরু করে মাশরাফি বাহিনী। পরবর্তী ম্যাচে ব্যাঙ্গালুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ দল।বুধবারের (১৬ মার্চ) ম্যাচের পর বিশ্রাম শেষে বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় কলকাতা ছেড়েছে টাইগাররা। এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা থেকে বেঙ্গালুরু যায় বাংলাদেশ দল। দুপুর পৌনে একটায় বেঙ্গালুরু পৌঁছায় মাশরাফি-সাকিবরা। তবে বৃহস্পতিবার কোনও অনুশীলন করবেন না টাইগাররা।আগামী ২১ মার্চ বেঙ্গালুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে মাশরাফির দল। একই মাঠে ২৩ মার্চ সুপার টেনে নিজেদের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে টাইগাররা।আরএ/আইএইচএস/এবিএস

Advertisement