দেশজুড়ে

মা-বাবার সঙ্গে নদীতে গিয়ে লাশ হয়ে ফিরলো সামিউল

রাজবাড়ীর বালিয়াকান্দিতে মা-বাবার সঙ্গে চন্দনা নদীতে গোসলে নেমে সামিউল শেখ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

Advertisement

শুক্রবার (২১ জুলাই) দুপুর ১টার দিকে বাড়ির পার্শ্ববর্তী নদীতে এ ঘটনা ঘটেছে। শিশু সামিউল উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল চরপাড়া গ্রামের মোনাক্কার শেখের ছেলে।

সামিউলের বাবা মোনাক্কার শেখ বলেন, স্ত্রী ও ছেলেকে নিয়ে বাড়ির পাশে চন্দনা নদীতে গোসলে যাই। এ সময় ছেলেকে গোসল শেষ করে ওপরে উঠিয়ে বাড়িতে পাঠিয়ে নিজেরা গোসল করি। বাড়ী ফিরে ছেলেকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। পরে সে আবার পানিতে নেমেছে জানতে পেরে খুঁজতে খুঁজতে নদীতে মৃত অবস্থায় পাওয়া যায়।

বহরপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, মা-বাবার সঙ্গে গোসল করতে গিয়ে শিশু সামিউলের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। তার মরদেহ চন্দনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। তার এ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

রুবেলুর রহমান/এসজে/এএসএম