বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সরকারের হুমকিকে জনগণ আর ভয় পায় না। মিথ্যা মামলা দিয়ে মৃত ব্যক্তির নামে মামলা দিয়ে নিপীড়ন করে আর পার পাওয়া যাবে না। জনগণ রাস্তায় নেমেছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।’
Advertisement
শুক্রবার বাদ জুমা নয়াপল্টন এলাকায় লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘দুই বছর আগে বিএনপির নেতা মারা গেছেন। তার নামেও মামলা দেওয়া হয়েছে। সেই পুরানো কায়দায় আবারও মামলা দেওয়া শুরু হয়েছে।’
তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে এবার শেষ রক্ষা হবে না। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে রাজপথ ছাড়বেন না।
Advertisement
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়া আহমেদ কচি, যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ওমর ফরুক কায়সার, রানাসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
কেএইচ/এমআইএইচএস/জিকেএস