রাজধানীর শাহজাহানপুরে অলিউল্লাহ রুবেল (৩৬) নামের এক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২০ জুলাই) দিনগত রাত ১টার দিকে শাহজাহানপুর থানাধীন গুলবাগ জোয়ারদার লেন এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া মামুন বলেন, অলিউল্লাহ ব্যবসার পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তিনি শাহজাহানপুর থানা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক এবং বর্তমানে যুবলীগ করেন। তার স্ত্রী তানজিনা দেওয়ান কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য। রাতে বাসায় ফেরার পথে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাতেই চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অলিউল্লাহ রুবেল শাহজাহানপুরের শান্তিবাগ এলাকার স্থায়ী বাসিন্দা মোহাম্মদ নবীউল্লাহর সন্তান। দুই ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার ১০ বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে।
Advertisement
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জাননো হয়েছে।
ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের বিষয় সামনে না এলেও পরিবারের সদস্যদের ধারণা, ব্যবসায়িক বা রাজনৈতিক দ্বন্দ্বের জেরে খুন হতে পারেন অলিউল্লাহ।
কাজী আল-আমিন/এমকেআর/জিকেএস
Advertisement