খেলাধুলা

এশিয়ান গেমসে ভালো খেলে জাতীয় দলে ঢুকতে চাই

প্রথমবারের মতো অনূর্ধ্ব-২৩ দলে ডাক পাওয়া পিয়াস আহমেদ নোভার চোখ এখন জাতীয় দলে। আগামী সেপ্টেম্বর-অক্টোবরে চীনের হ্যাংজুতে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ফুটবলের জন্য স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা যে দল ঘোষণা করেছেন, তার মধ্যে আছেন বিকেএসপির এই ফরোয়ার্ড। সুযোগ পেয়ে তিনি বলেছেন, এশিয়ান গেমসে ভালো খেলে জাতীয় দলে ঢুকতে চান।

Advertisement

জাগো নিউজ: অভিনন্দন আপনাকে। এশিয়ান গেমসের দলে সুযোগ পেয়েছেন। কেমন লাগছে?পিয়াস আহমেদ নোভা: অবশ্যই ভালো লাগছে। কারণ, আমি বয়সভিত্তিক বেশ কয়েকটি দলে খেলেছি। প্রথমবারের মতো অলিম্পিক দলে (অনূর্ধ্ব-২৩) সুযোগ পেয়েছি। আমি এই সুযোগটা কাজে লাগাতে চাই।

জাগো নিউজ: আপনি তো বর্তমানে শেখ জামাল ধানমন্ডি ক্লাবে খেলছেন। আসছে মৌসুমে নতুন কোনো দলের জার্সিতে দেখা যাবে? পিয়াস আহমেদ নোভা: আমি মূলত বসুন্ধরা কিংসের খেলোয়াড়। আগামী মৌসুম পর্যন্ত ক্লাবটির সঙ্গে আমার চুক্তি আছে। আমি শেখ জামালে খেলছি লোনে। নতুন মৌসুমে বসুন্ধরা কি সিদ্ধান্ত নেয়, তার উপর নির্ভর করছে আমার খেলা।

জাগো নিউজ: আপনি বলছিলেন বেশ কয়েকটি বয়সভিত্তিক দলে খেলেছেন। কোন কোন দলে?পিয়াস আহমেদ নোভা: আমি সাফ অনূর্ধ্ব-১৫, এফসি অনূর্ধ্ব-১৬, সাফ ও এএফসি অনূর্ধ্ব-২০ খেলেছি।

Advertisement

জাগো নিউজ: আপনি তো একজন স্ট্রাইকার। বয়সভিত্তিক দলে কতগুলো গোল আছে আপনার?পিয়াস আহমেদ নোভা: বয়সভিত্তিক বিভিন্ন দলের হয়ে এ পর্যন্ত আমি ৬টি গোল করেছি। ৬টি গোলে অ্যাসিস্টও আছে আমার।

জাগো নিউজ: বাংলাদেশ প্রিমিয়ার লিগে কয়টি ম্যাচ খেলেছেন এবং কোনো গোল আছে কি?পিয়াস আহমেদ নোভা: আমি এই বছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। পরীক্ষার কারণে অনেক ম্যাচ খেলতে পারিনি। আমি ৭টা ম্যাচে খেলেছি। এর মধ্যে একটিতে ছিলাম একাদশে। লিগে আমার কোনো গোল নেই।

জাগো নিউজ: আপনারা কয় ভাই-বোন? পরিবারের অন্য কেউ খেলাধুলা করেন?পিয়াস আহমেদ নোভা: আমরা দুই ভাই, এক বোন। আমাদের পরিবারে আমি একাই খেলায়।

জাগো নিউজ: আপনি নাম্বার নাইন পজিশনে খেলেন। এবারের সাফ চ্যাম্পিয়নশিপে এই নাম্বার নাইন পজিশন নিয়ে বাংলাদেশের সমস্যা ছিল। প্রথাগত স্ট্রাইকার ছাড়াই বাংলাদেশকে খেলতে হয়েছে।পিয়াস আহমেদ নোভা: এবারের সাফে আমাদের সবাই ভালো খেলেছেন। নাম্বার নাইন পজিশনে একজন দক্ষ খেলোয়াড় থাকলে আমাদের ফলাফল আরো ভালো হতো।

Advertisement

জাগো নিউজ: কুয়েতের বিপক্ষে সেমিফাইনালে শুরুতেই সহজ সুযোগ নষ্ট করেছেন মোরসালিন। ওই মিসটা আপনি দেখেছেন নিশ্চয়ই?পিয়াস আহমেদ নোভা: আসলে এমন মিস করলে ম্যাচ জেতা যায় না। ওটি গোল করা উচিত ছিল। দুই পাশে জায়গা থাকলেও তিনি বলটি মেরেছেন গোলরক্ষক বরাবর।

জাগো নিউজ: ধন্যবাদ।পিয়াস আহমেদ নোভা: আপনাকেও ধন্যবাদ।

আরআই/এমএমআর/জেআইএম