সাহিত্য

আনিস ফারদীনের অণুকবিতা

মৃত্যু পরোয়ানা

Advertisement

মৃত্যু পরোয়ানা কেউ লিখে নিজ হাতেকেউ তাতে দিয়ে যায় সায়;রোজ মরে বেঁচে যায় কতশত ইতিহাসনেয় না কেউ মৃত্যুর এ দায়!

****

অবশ অনুভূতি

Advertisement

শ্যাওলা জমা প্রাচীর যেন এ বুকনিজেকে হারিয়ে ফেরে সে ক্রমশ;পথ যেতে যেতে অচিন ঠেকে সবঅনুভূতিও যেন হয়ে যায় অবশ!

****

অবহেলা

অযথাই এ বুক পেতে দিইখুঁজতে গিয়ে মায়া;অবহেলায় রোজ মরে যাইপুড়ে যায় এ কায়া!

Advertisement

****

নিঃস্ব

হৃদয়দের সাথে হৃদয় মেলাতে গিয়েহয়ে গেছি আমি শূন্য-ভালোবাসতে বাসতে নিঃস্ব হয়েছিতুমি ভাবো এ আমার দৈন্য।

****

উত্তর

অবহেলা সবাই বুঝেউত্তরটা দেওয়া হয় না ঠিক-সময়ের ফেরে আটকে গিয়েনড়বড়ে হয়ে যায় ভিত।

এসইউ/