সোশ্যাল মিডিয়া

যারা ঘৃণা করে তাদের অধিকাংশই আমার লেখা পড়েনি: তসলিমা নাসরিন

নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিষয়ে নিজের মতামত তুলে ধরেন। কখনো তা সমসাময়িক ঘটনা নিয়ে, কখনো নিতান্তই ব্যক্তিগত। সবশেষ ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমাকে যারা ভালবাসে তাদের অধিকাংশই আমার লেখা পড়েছে। যারা ঘৃণা করে তাদের অধিকাংশই আমার লেখা পড়েনি।’

Advertisement

বুধবার (১৯ জুলাই) রাতে ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে এই দাবি করেন তিনি।

আরও পড়ুন>>> আমার প্রথম জীবন কেড়ে নেওয়া হয়েছে, এখন মৃত্যুযাপন করছি: তসলিমা

জাগো নিউজের পাঠকদের জন্য তসলিমা নাসরিনের পোস্টটি তুলে ধরা হলো-

Advertisement

‘আমাকে যারা ভালবাসে তাদের নানা রকম কারণ। এক, আমার ব্যক্তিত্ব পছন্দ। দুই, আমার লেখা ভালো লাগে। তিন, আমার সততা আর সাহস ভালো লাগে। চার, আমার আপসহীন মনোভাব পছন্দ।’

তিনি আরও লেখেন, ‘আমাকে যারা ঘৃণা করে তাদের নানা রকম কারণ। এক, আমি ইসলামের সমালোচনা করি। দুই, আমি একের বেশি বিয়ে করেছি। তিন, আমি পুরুষতান্ত্রিক সমাজের পরিবর্তন চাই। চার, আমি নারীদের সমান অধিকার দাবি করি।’

আরও পড়ুন>>> হাসপাতাল থেকে পঙ্গুত্ব কিনে বাড়ি ফিরলাম: তসলিমা

সবশেষ তসলিমা নাসরিন উল্লেখ করেন, ‘যারা ভালবাসে তাদের অধিকাংশই আমার লেখা পড়েছে। যারা ঘৃণা করে তাদের অধিকাংশই আমার লেখা পড়েনি।’

Advertisement

কেএসআর/এএসএম