দেশজুড়ে

ভরা বর্ষায় বৃষ্টি নেই, তাপপ্রবাহে পুড়ছে চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দুইদিন ধরে মৃদু তাপপ্রবাহ চলছে। বুধবার (১৯ জুলাই) বিকেলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এর আগের দিন মঙ্গলবারও তাপমাত্রা ৩৬-এর ঘরে ওঠানামা করেছে।

Advertisement

ভরা বর্ষায় এমন কড়া রোদ আর ভ্যাপসা গরমে জনজীবনে নাভিশ্বাস উঠেছে। কয়েকদিন আগে হালকা বৃষ্টিপাত হলেও গত তিনদিন একেবারেই বৃষ্টি দেখা মেলেনি চুয়াডাঙ্গায়।

ভারতের কলকাতা থেকে ভাগনের বাড়ি চুয়াডাঙ্গায় এসেছেন নিরঞ্জন কুমার আগরওয়ালা। তিনি বলেন, আমি কলকাতা থেকে চুয়াডাঙ্গায় বেড়াতে এসেছি। এখানে তাপমাত্রা এত বেশি যে, রাস্তায় বের হওয়া যায় না।

তিনি বলেন, ভারতেও গরম পড়ছে, কিন্তু বৃষ্টি আছে। আর চুয়াডাঙ্গা অঞ্চলে তো বৃষ্টির কোনো নাম নেই। এই তাপমাত্রায় রাস্তায় লোকজন বের হচ্ছে না। এই গরম আর শরীরে সহ্য হচ্ছে না।

Advertisement

আলমগীর কবির শিপলু নামে চুয়াডাঙ্গা সিনেমা হল রোডের এক বাসিন্দা বলেন, চুয়াডাঙ্গাতে এই বর্ষার ভরা মৌসুমে যে পরিমাণ গরম পড়ছে, এটা সচরাচর দেখা যায় না। মানুষজন চলাচল করতে খুবই কষ্ট পাচ্ছে। আমরাও কষ্ট পাচ্ছি। আবহাওয়ার এরকম আচরণ বিগত সময়ে আমরা দেখিনি। আমাদের চুয়াডাঙ্গায় শীত-গরম দুই ঋতুতেই ভোগান্তির সীমা থাকে না।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান বলেন, এসময়ে দেশের সর্বত্র মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে। কিন্তু কয়েকদিন থেকে তুলনামূলক বৃষ্টিপাত কম। চুয়াডাঙ্গায় গত তিনদিন আগে সাত মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। আর গত দুইদিন ধরে চুয়াডাঙ্গার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, আমরা জানি যে, আষাঢ়-শ্রাবণ বর্ষাকাল। কিন্তু বর্ষার এইদিনে তাপপ্রবাহটা অস্বাভাবিক ব্যাপার। চুয়াডাঙ্গায় এর আগে এ অবস্থা খুব কমই দেখেছি। এবছরে আবহাওয়ার আচরণ ব্যতিক্রম। এই সময় বৃষ্টি থাকার কথা, কিন্তু তীব্র গরম অনুভূত হচ্ছে। এটা আশা করা যায় না। আবহাওয়ার পূর্বাভাসে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা নেই।

হুসাইন মালিক/এমআরআর

Advertisement