দেশজুড়ে

কৃষকদল নেতা সজিব হত্যাকাণ্ডে ছাত্রলীগ জড়িত: বিএনপি

লক্ষ্মীপুরে কৃষকদল নেতা মো. সজিব হোসেন (৩০) হত্যাকাণ্ডে ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। বুধবার (১৯ জুলাই) দুপুরে কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমন অভিযোগ করেন।

Advertisement

বিএনপির এ নেতা বলেন, ‘ছাত্রলীগের নেতাকর্মীরা সজিবকে কুপিয়ে হত্যা করেছে। এর নেতৃত্বে ছিল লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। এসপি এখন বলছেন, সজিব হত্যাকাণ্ড অরাজনৈতিক। এতে বোঝা যাচ্ছে, কতিপয় পুলিশ এ হত্যাকাণ্ডে আওয়ামী ছাত্রলীগকে সহযোগিতা করেছে। এ খুনের সঙ্গে জড়িত সবার তথ্য আমরা সংগ্রহ করছি। এ ঘটনায় মামলা হবে। ঘটনার সঙ্গে জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে।’

আরও পড়ুন: সজিব হত্যাকাণ্ড অরাজনৈতিক: এসপি

বুধবার দুপুর ১টার দিকে এ্যানির লক্ষ্মীপুরের গোডাউন রোড এলাকার বাসভবন প্রাঙ্গণে সজিবের গায়েবানা জানাজায় তিনি বক্তব্য দেন। এসময় এ্যানি বলেন, ‘সজিবের মরদেহ নিয়েই জানাজা হওয়ার কথা ছিল। কিন্তু পুলিশ তা করতে দেয়নি। সজিবের মরদেহ পুলিশ সদরের চন্দ্রগঞ্জ ইউনিয়নের ধন্যপুর গ্রামের বাড়িতে পাঠিয়েছে।’

Advertisement

তিনি আরও বলেন, ‘এসপি সাহেব লক্ষ্মীপুরকে আর রক্তাক্ত করবেন না। বিএনপি নেতাকর্মীরা আজ রুখে দাঁড়িয়েছে। আমরা জেগে উঠেছি। শেখ হাসিনার সরকার পতনে রাস্তায় নেমেছি। আমাদের ২০০ থেকে ২৫০ জন নেতাকর্মী আহত। এরমধ্যে ৪-৫ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। এরমধ্যে শুনেছি পুলিশ আমাদের বিরুদ্ধে তিনটি মামলার প্রস্তুতি নিচ্ছে। কোনো মামলা-হামলার কাছে আমরা মাথা নত করি না। যতদিন পর্যন্ত এ অবৈধ সরকার পদত্যাগ না করবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। সজিব হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচি আসছে। কেন্দ্র থেকে যে সিদ্ধান্ত দেওয়া হবে সারাদেশের মতো লক্ষ্মীপুরেও একইভাবে কর্মসূচি পালন করা হবে।’

আরও পড়ুন: কৃষকদল নেতা নিহতের ঘটনায় দেশব্যাপী কর্মসূচি দেবে বিএনপি: এ্যানি

নিহত সজিবের দাদা মো. হানিফ মিয়া চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য। তিনি বলেন, ‘সজিব আমার সঙ্গে বিএনপির প্রোগ্রামে এসেছে। ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এ হত্যার বিচার চাই।’

এ্যানির লক্ষ্মীপুরের বাসভবন প্রাঙ্গণে সজিবের আত্মার মাগফেরাত কামনায় গায়েবানা জানাজা ও দোয়া হয়েছে। এতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক হাছিবুর রহমান, জেলা কৃষকদলের সভাপতি মাহবুব আলম মামুন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেলসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

আরও পড়ুন: নিহত সেই যুবক কৃষকদল নেতা, আহত শতাধিক

লক্ষ্মীপুরে বিএনপির পদযাত্রা কর্মসূচিতে এসে কৃষকদল নেতা সজিব হোসেন হামলার শিকার হয়ে নিহত হন। সজিব সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ধন্যপুর গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি চন্দ্রগঞ্জ থানা কৃষকদলের সদস্য।

কাজল কায়েস/এমআরআর/জেআইএম