সারাদেশের মতো কুড়িগ্রামেও বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও চারজন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে মোট ১৮ ডেঙ্গু রোগী চিকিৎসা নিয়েছে।
Advertisement
বুধবার (১৯ জুলাই) দুপুরে কুড়িগ্রাম সদর হাসপাতাল সূত্রে এ তথ্য জানা গেছে।
কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা.আতিকুর রহমান জানান, আক্রান্তদের অধিকাংশই ঢাকা, টাঙ্গাইল, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলা ফেরত। এসব রোগীদের ১০ শয্যা বিশিষ্ট ডেঙ্গু ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। এছাড়া জেলার অন্যান্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ১১ জন চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে জেলায় মোট ২৯ জন ডেঙ্গু রোগী নিয়েছেন।
আরও পড়ুন: ঢাকা থেকে জ্বর নিয়ে গেলেন গাইবান্ধা, পরীক্ষায় ধরা পড়লো ডেঙ্গু
Advertisement
ডেঙ্গু আক্রান্ত রোগীদের সাথে কথা বলে জানা যায়, আক্রান্তদের অধিকাংশ কুড়িগ্রাম জেলার বাইরে অবস্থান করেছিলেন। কেউ টাঙ্গাইল, গাজীপুর, ঢাকা ও নারায়ণগঞ্জ শিল্প এলাকায় চাকরি করতো। কর্মস্থানে অসুস্থ হয়ে পড়লে নিজ বাড়িতে চলে আসেন। জ্বর, মাথা ব্যথা, বমি এমন উপসর্গ নিয়ে কুড়িগ্রাম হাসপাতালে ভর্তি হন তারা। পরে চিকিৎসকরা পরীক্ষা নিরীক্ষা করে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করেন।
ফজলুল করিম ফারাজী/জেএস/এএসএম