খেলাধুলা

বার্সেলোনা না ছাড়ার ঘোষণা দিলেন নেইমার

বার্সেলোনার তিন নক্ষত্রের একজন নেইমার। মেসি, নেইমার এবং সুয়ারেজের সমন্বয়ে গড়া আক্রমণভাগ নিয়ে অপ্রতিরোধ্য হয়ে পড়েছে বার্সেলোনা। টানা ৩৭টি ম্যাচ অপরাজিত রয়েছে লুইস এনরিকের শীর্ষ্যরা; কিন্তু গুঞ্জন উঠেছেন এই মৌসুমেই দল ছাড়ছেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। নেইমার সাফ জানিয়ে দিলেন, নিকট ভবিষ্যতেও তার বার্সেলোনা ছাড়ার কোন ইচ্ছা নেই। এমনকি ক্লাব যদি আর্থিক সঙ্কটেও ভোগে তবুও বার্সেলোনায় থেকে যাওয়ার ইচ্ছার কথা জানান নেইমার। গতবছরের ডিসেম্বরে বার্সেলোনার সাথে পাঁচ বছরের চুক্তি বাড়ান তিনি; কিন্তু ব্রাজিলিয়ান গনমাধ্যমের মতে বার্সেলোনা এখনো সেটি প্রকাশ করেনি। ব্রাজিলিয়ান পত্রিকা ও’গ্লোবোকে দেয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘আমার মতে একজন ভালো ফুটবলারের সাথে খেলাটাও অনেক গুরুত্বপূর্ণ এবং আমি বিশ্বাস করি যাদের সাথে খেলি তারাই সেরা। আমি বার্সেলোনাতেই খুশি আছি। এখানে থাকলে নিজের ঘরে আছি এমন অনুভব হয়। আমি আমার নিজেকে কখনোই বার্সেলোনার বাইরে দেখতে পারবো না।’ মেসি এবং সুয়ারেজ সম্পর্কে নেইমার বলেন, ‘আমি মেসির সাথে সবচেয়ে বেশি সময় কাটাই এবং তারপর সুয়ারেজের সাথে। আমাদের ভেতর ভালো বন্ধুত্ব রয়েছে। আমরা অনুশীলনে একে অপরের সাথে হাসি ঠাট্টাও করি অনেক।’ বুধবার চ্যাম্পিয়ন্স লিগের নকআউট রাউণ্ডের ম্যাচে আর্সেনালের মুখোমুখি হচ্ছে বার্সেলোনা। এটি ছাড়াও সামনে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে তাদের। নেইমার বলেন, ‘আমাদের এখনো অনেক কিছু প্রমাণের দরকার রয়েছে। আমি জানি না বার্সেলোনার চাহিদা কত! আমরা ইতিহাস সৃষ্টি করেছি এবং এরকম ইতিহাস আরো সৃষ্টি করে যাবো।’আরআর/আইএইচএস/এবিএস

Advertisement