জিম্বাবুয়ের ঘরোয়া আসর ‘জিম আফ্রো টি-টেন লিগ’ খেলতে হারারে যাচ্ছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি আসর ‘গ্লোবাল টি-টোয়েন্টি লিগ’ খেলতে যে ফ্লাইটে দুবাই হয়ে কানাডা যাচ্ছেন সাকিব আল হাসান, সেই একই ফ্লাইটে দুবাই যাবেন মুশফিক ও তাসকিন। এরপর দুবাই থেকে জিম্বাবুয়ের রাজধানী হারারে যাবেন তারা।
Advertisement
আরও পড়ুন: মধ্যরাতে কানাডা যাচ্ছেন সাকিব
মঙ্গলবার (১৮ জুলাই) দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা শুরু করবেন তারা। রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে চড়ে দুবাই যাবেন বাংলাদেশ ক্রিকেটের এই তিন নক্ষত্র।
আগামী ২০ থেকে ২৯ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে জিম আফ্রো টি-টেন লিগের অভিষেক আসর। পাঁচটি ফ্র্যাঞ্চাইজি অংশ নিচ্ছে এবারের প্রতিযোগিতায়। তাসকিন খেলবেন বুলাওয়ায়ো ব্রেভসে, মুশফিকের দল জোবার্গ বাফেলোস। অন্য দলগুলো হলো- হারারে হারিকেনস, ডারবান কালান্দার্স, ও কেপ টাউন স্যাম্প আর্মি।
Advertisement
এআরবি/কেএসআর