রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় মো. মাহিম (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। তিনি এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় মামার বাসায় বেড়াতে এসেছিলেন বলে জানিয়েছে পুলিশ।
Advertisement
মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
শাজাহানপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সাদ্দাম হোসেন জাগো নিউজকে জানান, খবর পেয়ে মালিবাগ রেলগেট এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় এক তরুণকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেন মালিবাগ রেলগেট পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ওই তরুণ গুরুতর আহত হন। পরে তার কাছে থাকা মোবাইল ফোনের মাধ্যমে স্বজনের খবর দেওয়া হয়।
Advertisement
জানা যায়, ওই তরুণ এসএসসি পরীক্ষা দিয়ে ঢাকায় মামার বাসায় (মামা জাকির হোসেন) বেড়াতে এসেছিলেন। আজ বেড়াতে বের হয়ে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলার কানুদাস কাঁথি গ্রামের মো. নাসিরুদ্দিনের সন্তান। তার মামার বাসা মুগদার মানিকনগর এলাকায়।
এসআই সাদ্দাম হোসেন জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি রেলওয়ে থানায় জানানো হয়েছে।
কাজী আল-আমিন/এমকেআর/এএসএম
Advertisement