আসছে ২৮ জুলাই মুক্তি পাচ্ছে ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ সিনেমাটি। এখন তাই সিনেমার প্রচার নিয়ে ব্যস্ত রয়েছে এর পুরো টিম। সম্প্রতি সিনেমার প্রচারে গুজরাটের ভাদোদরায় গিয়েছিলেন সিনেমার সংশ্লিষ্টরা।
Advertisement
আরও পড়ুন: বিয়ের গুঞ্জন ছড়ালো বিজয়-রাশমিকার পরিবার
আর সেখান থেকেই জমজমাট অনুষ্ঠানের সিনেমা সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করলেন আলিয়া ভাট। এদিন অভিনেত্রীকে গোলাপি রঙের শাড়িতে দেখা গেছে। অন্যদিকে রণবীর পরেছিলেন কালো রঙের পোশাক। দুজনেই নাচে গানে জমিয়ে রাখলেন গোটা অনুষ্ঠান। তাদের দেখতে ছিল চোখে পড়ার তো জনসাধারণের উপস্থিতি।
আরও পড়ুন: ক্যাটরিনা-ভিকির সুখের সংসারে আগুন!
Advertisement
‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ সিনেমার মাধ্যমেই ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরছেন করণ জোহর। রণবীর সিং ও আলিয়া ভাটের পাশাপাশি এ সিনেমায় অভিনয় করেছেন শাবানা আজমি, ধর্মেন্দ্র, জয়া বচ্চন ও টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়।
View this post on InstagramA post shared by Alia Bhatt (@aliaabhatt)
কিছুদিন আগে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’র ট্রেলারে আলিয়া ভাটের মুখে ‘খেলা হবে’ সংলাপটি ব্যবহার করা হয়েছে। এটি নিয়ে রীতিমত আলোড়ন তৈরি হয়েছে। এ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে বলা চলে রয়েছে দুই ভিন্ন ধরনের মানুষের প্রেম কাহিনি। রানধাওয়া ও চট্টোপাধ্যায় পরিবারের মধ্যে লড়াইয়ের গল্প বলবে এ সিনেমা।
আরও পড়ুন: বলিউডের যেসব তারকা সবচেয়ে বেশি আয়কর দেন
Advertisement
করণ জোহরের নতুন সিনেমা ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমায় জুটি বেঁধেছেন আলিয়া ভাট ও রণবীর সিং। পাঞ্জাবী রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানি। একেবারে দুই ভিন্ন ধরনের চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের প্রেমে পড়ে রকি আর রানি।
কিন্তু তাদের প্রেম কাহিনিকে পরিণতি দিতে মরিয়া চেষ্টা দুজনের। সব শেষে তারা এ সিদ্ধান্তে উপনীত হন যে তিন মাস করে তারা একে অপরের বাড়িতে থাকবে। অর্থাৎ ‘স্যুইচ’ অপারেশন। যদি এ তিন মাস তারা টিকে যেতে পারেন, তাহলে বিয়ের পরের পঞ্চাশ বছরও নির্বিঘ্নে কাটাতে পারবেন।
আরও পড়ুন: বলিউডের যে ১০ তারকা কখনো মদ পান করেননি
তবে ট্রেলারের বিভিন্ন অংশ দেখে বেশ বোঝা যাবে দুই পরিবারের কেউই একে অপরকে পছন্দ করছেন না। দুই মেরুর পরিবার কি এ বিয়েতে মত দেবে? হাসি মজার মোড়কে প্রেম, ভালোবাসা, লড়াই, মন ভাঙার গল্প বলবে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।
এমএমএফ/জেআইএম