প্রতিষ্ঠার প্রায় ২১ বছর পর কুমিল্লার দেবিদ্বার পৌরসভায় প্রথম নির্বাচনে মেয়র হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম শামীম (নৌকা)। তিনি ১২ হাজার ১৪৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আবুল কাশেম (নারিকেলগাছ) পেয়েছেন ৭ হাজার ৭৭১ ভোট।
Advertisement
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মঞ্জুর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়। কোথায়ও কোনো সহিংসতা হয়নি। ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
মোহাম্মদ মঞ্জুর আলম আরও বলেন, শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে ১৪টি কেন্দ্রে ১৩ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও চার প্লাটুন বিজিবি, র্যাবের একটি টিম, পুলিশের ৭টি মোবাইল টিম, তিনটি স্ট্রাইকিং টিম, একটি স্ট্যান্ডবাই টিম দায়িত্ব পালনসহ প্রতিটি কেন্দ্রে ৭ জন পুলিশ ও ১৫ জন আনসার সদস্য মোতায়েন করা হয়।
Advertisement
২০০২ সালে পৌরসভা গঠন করা হলেও সীমানা সংক্রান্ত মামলা জটিলতায় নির্বাচন আটকে থাকার পর দীর্ঘ ২১ বছর পর দেবিদ্বার পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মেয়র পদে লড়াই করেছেন আট জন। সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৬৯ জন এবং সংরক্ষিত মহিলা আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ১৮ জন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৪৪ হাজার ৫০৭ জন।
জাহিদ পাটোয়ারী/এমআইএইচএস