দেশজুড়ে

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি, স্বেচ্ছাসেবক দল নেতা কারাগারে

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে নোয়াখালীতে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

সোমবার (১৭ জুলাই) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এরআগে রোববার (১৬ জুলাই) রাতে সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়ন থেকে গ্রেফতার করা হয় ইব্রাহিম খলিল (৪৫) নামের ওই নেতাকে।

গ্রেফতার ইব্রাহিম খলিল ছাতারপাইয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি। তিনি ওই ইউনিয়নের সোনাকান্দি গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে। গত ২৮ মে সেনবাগ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইব্রাহিম খলিল দীর্ঘদিন পলাতক ছিলেন। এলাকায় আসার খবরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এসআর

 

Advertisement