চিকিৎসকদের প্রাইভেট চেম্বার ও সার্জারি বন্ধের কর্মসূচিতে রোগীদের ভোগান্তি প্রসঙ্গে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. মুহাম্মদ আনোয়ার হোসেন হাওলাদার বলেছেন, এটা মানবিক না। চিকিৎসকদের মানবিক হওয়া খুব জরুরি। বড় চিকিৎসক হওয়ার চেয়ে মানবিক চিকিৎসক হওয়া খুব জরুরি।
Advertisement
সোমবার (১৭ জুলাই) রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুরোগীদের চিকিৎসা ব্যবস্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সচিব বলেন, চিকিৎসকদের বোঝা উচিত যে কাজটি করছেন, সেটি সঠিক হচ্ছে কি না। রোগী জিম্মি করা এটা তো কোনো বিষয়ের মধ্যে পড়ে না। চিকিৎসকদের মানবিক হতে হবে, রোগী ক্ষতিগ্রস্ত হবে কেন। আমি মনে করি তাদের এখান থেকে ফিরে আসা জরুরি।
আরও পড়ুন>> শাহবাগে চলছে চিকিৎসকদের আন্দোলন
Advertisement
তিনি বলেন, সেন্ট্রাল হাসপাতালে একটা ঘটনা ঘটেছে। সেখানে কী কী বিষয় আছে সেটা আমরা পর্যালোচনা করে দেখছি। খুব শিগগর আমরা ব্যবস্থা নিতে পারবো। এ কথা আমরা চিকিৎসকদের বলেছি। তারা স্বতঃস্ফূর্ত হয়ে কর্মসূচি দিয়েছেন, তবে আমাদের সরকারি হাসপাতালসমূহ চালু আছে, সব ধরনের সেবা চালু আছে। আমরা বিশ্বাস, এ সমস্যা থাকবে না, দু/একদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আমরা কথা বলেছি, দ্রুত সমস্যার সমাধান হবে।
এ কর্মকর্তা আরও বলেন, এই যে কর্মবিরতিটা হয়েছে, প্রাইভেট চেম্বারে হয়েছে। এখন প্রাইভেট চেম্বারের মালিকরা তো বলেননি যে আমাদের কর্মবিরতি চলছে। এটা তো প্রাইভেট চেম্বারের মালিকদের বলার কথা, তারা কেন বলবে না। তারা তো ব্যবসার ভিত্তিতে চালান। এখানে যদি চিকিৎসকরা কাজ না করেন, তাহলে সরকারের সঙ্গে কী সমস্যা হয়েছে সেটা নিয়ে তো কথা বলবেন। কেননা প্রাইভেট সেক্টর থেকেই তো জটিলতা হয়েছে, সরকারি চেম্বার থেকে তো হয়নি। কাজেই প্রাইভেট সেক্টরকে তো এগিয়ে আসতে হবে। তারপরও তো আমরা বললাম যে, আমরা আছি, কাজ করছি, বসে নেই তো।
সেন্ট্রাল হাসপাতালে ‘ভুল চিকিৎসায়’ নবজাতক ও প্রসূতি মৃত্যুর ঘটনায় দুই চিকিৎসককে গ্রেফতার এবং অপর এক চিকিৎসককে জামিন না দেওয়ার প্রতিবাদে দুইদিন প্রাইভেট চেম্বারে রোগী দেখা এবং সার্জারি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন চিকিৎসকরা।
এএএম/ইএ/এএসএম
Advertisement