জাতীয়

ভোটার উপস্থিতি কম, নেই অভিযোগ: পর্যবেক্ষক দল

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলছে। বিদ্যা নিকেতন স্কুল অ্যান্ড কলেজের সাতটি কেন্দ্রের ভোটগ্রহণ চলছে। ১৭ হাজারের বেশি ভোটার থাকা কেন্দ্রটিতে আশানুরূপ ভোটার উপস্থিত হয়নি। তবে ভোটার উপস্থিতি কম হলেও প্রার্থীদের কোনো ধরনের অভিযোগ নেই। ভোটারদেরও কোনোভাবে প্রভাবিত করা হচ্ছে না বলে জানিয়েছে সার্ক হিউম্যান মানবাধিকার ফাউন্ডেশনের পর্যবেক্ষক দল।

Advertisement

সোমবার (১৭ জুলাই) কেন্দ্রটি পরিদর্শন শেষে এসব কথা বলেন সার্ক হিউম্যান মানবাধিকার ফাউন্ডেশনের সেক্রেটারি ও ইলেকশন মনিটরিং ফোরামের চেয়ারম্যান মোহাম্মদ আবিদ আলী।

আরও পড়ুন> ভোটারের উপস্থিতি কম আমরাও দেখেছি: ইসি রাশেদা

কেন্দ্র পরিদর্শন শেষে তিনি বলেন, আশানুরূপ ভোটার উপস্থিতি লক্ষ্য করিনি। যেটা আশা করেছিলাম সেই অনুপাতে হয়নি। তবে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। কেউ কোনো অভিযোগ করেনি। কোনো প্রার্থীর পক্ষ থেকে অভিযোগ করা হয়নি।

Advertisement

তিনি আরও বলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্টের সঙ্গে আমরা কথা বলেছি। তাদের কাছ থেকেও কোনো ধরনের অভিযোগ পাইনি। কোনো প্রার্থী এজেন্টকে ভয়ভীতি দেখানো হয়নি বলে আমাদের তারা জানিয়েছেন। যারা ভোট দিতে এসেছেন তাদের কোনোভাবে প্রভাবিত করা হয়নি বলেও মন্তব্য করেন এই পর্যবেক্ষক।

আরও পড়ুন> ইসি আহসান হাবিব/দূর থেকে কাশবন ঘন লাগে, কাছে গেলে ফাঁকা

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৭১ হাজার ৬২৫ ও নারী ভোটার ১ লাখ ৫৩ হাজার ৫৮০ জন। ১২৪টি কেন্দ্রের ৬০৫টি কক্ষে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

আরএসএম/এসএনআর/জেআইএম

Advertisement