স্মার্টফোন সঙ্গে থাকলে এখন অনেক সমস্যার সমাধান হয়ে যায় এক মুহূর্তে। অডিও, ভিডিও কল থেকে শুরু করে যে কোনো অজানা বিষয় জেনে নেওয়া যায় এক ক্লিকেই। সময় দেখা থেকে শুরু করে ম্যাপ সব কাজেই ব্যবহার করছেন স্মার্টফোন।
Advertisement
নানান ধরনের অ্যাপে ঠাসা থাকে ফোন। ছবি এডিট থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া, কিংবা গেমিং অ্যাপ। তবে আবহাওয়ার আপডেট পেতে স্মার্টফোনে রাখতে পারেন অ্যাপ। এতে আপনি আগে থেকেই জানতে পারবেন কখন বৃষ্টি হবে কিংবা ঝলমলে রোদের দেখা পাবেন।
ঘর থেকে বের হওয়ার আগে আবহাওয়ার খবর পাওয়া গেলে যখন তখন বৃষ্টিতে পড়তে হবে না আপনাকে। রাখুন সেরা ওয়েদার আপডেট ৫ অ্যাপ।
উইন্ডি ডটকম (Windy.com-Weather Forecast)এই অ্যাপটি সঠিক আবহাওয়ার পূর্বাভাস দেওয়ার জন্য পরিচিত। তাপমাত্রা এবং আবহাওয়ার তথ্যের পাশাপাশি, এই অ্যাপটি মানচিত্র এবং স্যাটেলাইট ছবির মাধ্যমে আবহাওয়ার তথ্য দেয়। কেউ যদি ম্যাপে জুম করে নিজেদের অবস্থান বা যে কোনো অবস্থানে ক্লিক করেন, তাহলে এই অ্যাপটি আগামী সাত দিনের জন্য প্রতি ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাস জানাবে।
Advertisement
আরও পড়ুন: ফোনের আনইন্সটল করা অ্যাপ রিমুভ করবেন যেভাবে
অ্যাকিউ ওয়েদার (AccuWeather)এই অ্যাপ শুধু এক সপ্তাহ বা দশ দিনের আবহাওয়ার পূর্বাভাস দেয় না। এই অ্যাপ পরবর্তী চার মাসের আবহাওয়ার পূর্বাভাস দেয়। অ্যাপটি জানিয়ে দেয় যে, এই আবহাওয়া কীভাবে স্বাস্থ্য এবং সাধারণ কার্যকলাপকে প্রভাবিত করতে পারে।
ওয়েদার ফরকাস্ট-লাইভ রাডার (Weather Forecast-Live radar)কেউ যদি একটি সাধারণ ক্লিকে আবহাওয়ার আপডেট দেখতে চায়, তাহলে এই অ্যাপটি কার্যকর হতে পারে। এই অ্যাপটি ৪৫ দিনের পূর্বাভাসের সঙ্গে সাত দিনের জন্য প্রতি ঘণ্টায় আবহাওয়ার আপডেট দেখায়। এই অ্যাপটি যখন ভারী বৃষ্টিপাত, বেশি বজ্রপাত বা তাপপ্রবাহ হয় তখন বিশেষ সতর্কতা দেয়, যাতে ব্যবহারকারীরা সতর্ক থাকেন।
ওয়েদার অ্যান্ড রাডার- পলেন ইনফো (Weather & Radar-Pollen info) ইউজাররা ইন্টারফেসের কারণে এই অ্যাপটিও পছন্দ করেন। আবহাওয়ার তথ্য দেওয়ার পাশাপাশি, এই অ্যাপটি আবহাওয়ার খবরও দেয় এবং খারাপ আবহাওয়া এড়ানোর উপায়ও বলে।
Advertisement
ওভার ড্রপ (Overdrop)এই আপে দুর্দান্ত অ্যানিমেশন দেখতে পাবেন। অ্যানিমেশনের কথা ভেবেই এই অ্যাপ ডিজাইন করা হয়েছে। আবহাওয়া ছাড়াও এই অ্যাপ থেকে বায়ু দূষণ দেখে নিতে পারবেন। আগামী ৭ দিন আবহাওয়া কেমন থাকবে তা দেখিয়ে দেবে এই অ্যাপ।
সূত্র: টম গাইড
কেএসকে/জেআইএম