ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে আওয়ামী লীগের প্রার্থী অধ্যাপক মোহাম্মদ এ আরাফাত ভোট দেন গুলশান-২ নম্বরের গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
Advertisement
ভোট দেওয়ার পর আওয়ামী লীগ প্রার্থী আরাফাত বলেন, ভোট দিতে পেরেছি ভালো লাগছে। ভোট তো সবসময় নৌকায় দিয়েছি, এবারও নৌকায় দিছি। প্রার্থী হয়েছি কি হইনি তার গুরুত্ব আছে, তবে নৌকায় ভোট দেওয়াটাই সবচেয়ে বড় কথা আমার।
আরও পড়ুন>সুষ্ঠু ভোট হলে জয়ী হবো: হিরো আলম
তিনি আরও বলেন, আমি সকালবেলা কয়েকটা কেন্দ্র ঘুরেছি এবং খোঁজ নিয়েছি। সকালে একটু বৃষ্টি পড়েছে, বৃষ্টির কারণে ভোটার টার্নআউট কম হয়েছে। গুলশান, বারিধারা, বনানীর ভোটাররা এমনিতে একটু দেরি করে ঘুম থেকে ওঠে, কিন্তু কালাচাঁদপুর শাহজাদপুর বা নর্দার দিকে গেলে আপনারা দেখবেন ভোটার অনেক এসেছে। ভাসানটেক দিয়ে গেলে দেখবেন ভোটার অনেক এসেছে। এখন কিন্তু ভোটের পরিস্থিতি শান্ত রয়েছে।
Advertisement
আরও পড়ুন> ঢাকা-১৭ আসনে ভোট: সিসি ক্যামেরায় চোখ ইসির
ভালোই ভোটার আসছে জানিয়ে আওয়ামী লীগ প্রার্থী বলেন, কেমন ভোট পড়ছে তার জন্য ভোটকেন্দ্রে চোখ রাখতে হবে। তবে এখনই তার একজ্যাক্ট ফিগারটা বলা যাবে না। জয়ের ব্যাপারে আমি খুব আশাবাদী।
আরও পড়ুন>‘গুলশানের লোকজন ঘুম থেকেই ওঠেনি, বেলা বাড়লে ভোটার বাড়বে’
আরেকটা বিষয় খেয়াল করছেন কি না, আমরা বলছি ভোট দেন, ভোট দেন, আসলে আমরা বলছি না যে নৌকায় ভোট দেন, মানুষ ভোট দিতে এলে ভোট নৌকায় পড়বে, আমাদের ডানে-বামে শুধু নৌকার ভোট। আমাদের প্রচেষ্টা হচ্ছে মানুষকে ভোটকেন্দ্রে নিয়ে আসা।
Advertisement
এসইউজে/এসএনআর/জেআইএম