আন্তর্জাতিক

জোয়ারের পানিতে ভেসে গেলেন নারী, একদিন পরে মিললো মরদেহ

সম্প্রতি ভারতে স্বামীর সঙ্গে ছবি তোলার সময় এক নারীর জোয়ারের পানিতে ভেসে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভেসে যাওয়ার এক দিন পরে ওই নারীর মরদেহ উদ্ধার করে মুম্বাই কোস্ট গার্ড।

Advertisement

জোয়ারের পানিতে ওই নারীর ভেসে যাওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর নতুন করে আলোচনা ‍শুরু হয়। ভিডিওতে দেখা যায়, বান্দ্রা ফোর্টের কাছাকাছি সৈকতে জোয়ারের সময় ছবি তুলছিলেন এক দম্পতি। এরই একপর্যায়ে জ্যোতি সোনার নামের ওই নারী জোয়ারের পানির টানে সাগরে ভেসে যান।

আরও পড়ুন: চাকাবিহীন সাইকেল বানিয়ে তাক লাগালেন যুবক

 

On Camera - Woman Drowns In #Mumbai Sea While Taking Pic With Husband During High Tide#Bandra #viral #news #tragic #Sea Subscribe to our YouTube page: https://t.co/bP10gHsZuP pic.twitter.com/avrDrjvUg0

Advertisement

— UnMuteINDIA (@LetsUnMuteIndia) July 16, 2023

পানিতে ভেসে যাওয়ার পর দূরে দাঁড়িয়ে তার বাচ্চারা চিৎকার করতে থাকে। প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। প্রায় ২০ ঘণ্টা উদ্ধার অভিযানের পর ১০ জুন মুম্বাই কোস্ট গার্ড জ্যোতির মরদেহ উদ্ধার করে।

স্থানীয় কর্মকর্তারা জানান, গত ৯ জুন জ্যোতি তার স্বামী মুকেশের সঙ্গে সৈকতের একটি পাথরের ওপর বসে ছবি তুলছিলেন। হঠাৎ করে তারা ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে যান। এরই একপর্যায়ে জ্যোতি নামের ওই নারী জোয়ারের পানির টানে সাগরে ভেসে যান। ওই সময় তাদের তিন সন্তান দূরে দাঁড়িয়ে ছিল।

আরও পড়ুন: পাত্র টাক জানতে পেরে বিয়েই ভেঙে দিলেন কনে!

আরও পড়ুন: বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে চড় খেলেন জনপ্রতিনিধি, ভিডিও ভাইরাল

Advertisement

ঐ নারীর স্বামী মুকেশ পুলিশকে বলেন, ছবি তোলার সময় আমি ও আমার স্ত্রী ভারসাম্য হারিয়ে সমুদ্রে পড়ে গিয়েছিলাম। এরপরই জোয়ারের পানি আমাদের সাগরে টেনে নিয়ে যেতে শুরু করে। সেসময় কাছাকাছি থাকা এক ব্যক্তি দৌঁড়ে এসে আমাকে উদ্ধার করেন, কিন্তু আমার স্ত্রী পানির তীব্র স্রোতে ভেসে যান।

সূত্র: এনডিটিভি

এসএএইচ