প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক অন্তর্ভুক্তির লক্ষ্যে গঠিত ‘ডিজিটাল ক্ষুদ্রঋণ’ পুনঃঅর্থায়ন স্কিমের তহবিল বাড়ানো হয়েছে। এতদিন ১০০ কোটি টাকার তহবিল হলেও এখন এটি বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে।
Advertisement
রোববার (১৬ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে বলা হয়েছে, দেশের সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রয়োজনকে বিবেচনায় নিয়ে তাদের স্বল্প সুদে ডিজিটাল ক্ষুদ্রঋণ দেওয়া এবং বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ গঠনের লক্ষ্যে ইতোপূর্বে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ১০০কোটি টাকার একটি আবর্তনশীল পুনঃঅর্থায়ন স্কিম গঠন করা হয়।
প্রজ্ঞাপনে আরও জানানো হয়, এখন থেকে ডিজিটাল ক্ষুদ্র ঋণের ক্রমবর্ধমান চাহিদা, আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণ এবং প্রান্তিক জনগোষ্ঠীকে ডিজিটাল লেনদেনে অভ্যস্ত ও উৎসাহিত করার মাধ্যমে সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করার লক্ষ্যে ওই তহবিলের পরিমাণ বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হলো।
Advertisement
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা দেওয়া হয়েছে। প্রজ্ঞাপন জারির সময় থেকে এ নির্দেশনা কার্যকর হবে।
ইএআর/এমকেআর/জিকেএস