পশ্চিমাদের সঙ্গে উত্তেজনার মধ্যেই জাপান সাগরে যৌথ সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে চীন ও রাশিয়া। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রুশ নৌ ও বিমান বাহিনীর সঙ্গে তাদের যুদ্ধজাহাজও এই মহড়ায় অংশ নেবে। তাছাড়া কৌশলগত পানিপথের নিরাপত্তা নিশ্চিতেই এই পদক্ষেপ। খবর আল-জাজিরার।
Advertisement
উইচ্যাট অক্যান্টে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই মহড়ায় চীনের নৌবাহিনীর পাঁচটি যুদ্ধজাহাজ অংশ নেবে। থাকবে চারটি হেলিকপ্টার। এগুলো এরই মধ্যে মহড়ায় অংশ নিতে রওয়ানা দিয়েছে।
আরও পড়ুন>সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ১২ হাজার অবৈধ প্রবাসী গ্রেফতার
মন্ত্রণালয় আরও জানিয়েছে, জাপান সাগরে যে মহড়াটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাতে রাশিয়ার নৌ ও বিমানবাহিনী অংশ নেবে।
Advertisement
নর্দান/ইন্টারঅ্যাকশন-২০২৩ নামের এই মহড়া দেশ দুইটির মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করবে। ইউক্রেনে রাশিয়ার হামলার পর মস্কো ও বেইজিংয়ের মধ্যে সহযোগিতামূলক পদক্ষেপ বেড়েছে।
এদিকে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করকে বলেছেন, বেইজিং ও নয়া দিল্লির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীল করা প্রয়োজন। শুক্রবার (১৪ জুলাই) ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের সম্মেলনের ফাঁকে হওয়া দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন>তীব্র গরমে পুড়ছে যুক্তরাষ্ট্র-ইউরোপ-জাপান, সহসা নেই স্বস্তির খবর
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, ওয়াং ই জয়শঙ্করকে বলেন, একে অপরের মধ্যে সন্দেহ, আক্রমণ নয়, দরকার পারস্পরিক সহযোগিতা। এমন এক সময়ে ওয়াং ই এমন মন্তব্য করলেন, যখন প্রতিবেশী দেশ দুটি সীমান্ত ঘিরে বাড়তে থাকা সামরিক উত্তেজনা কমানোর উপায় খুঁজছে।
Advertisement
এমএসএম