সেন্ট্রাল হাসপাতালে মাহবুবা রহমান আঁখি ও নবজাতকের মৃত্যুতে ২ চিকিৎসক গ্রেফতারের ঘটনায় নানা কর্মসূচি হাতে নিয়েছে প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি)।
Advertisement
রোববার (১৬ জুলাই) সারাদেশের মেডিকেল কলেজ, সরকারি ও বেসরকারি হাসপাতালের সামনে মানববন্ধন, এরপর সোম ও মঙ্গলবার (১৭ ও ১৮ জুলাই) প্রাইভেট চেম্বার ও অপারেশন বন্ধ রাখবে সংগঠনটি।
শনিবার (১৫ জুলাই) ওজিএসবির সভাপতি অধ্যাপক ফারহানা দেওয়ান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য উঠে আসে।
বিজ্ঞপ্তিতে বলা যায়, শনিবার দুপুর ১টায় সব সোসাইটির নেতারা এবং বিএমএর সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিনের কার্যালয়ে সভায় সেন্ট্রাল হাসপাতালের ঘটনায় দুজন চিকিৎসককে গ্রেফতারের প্রতিবাদে আন্দোলনের সিদ্ধান্ত গ্রহণ করে।
Advertisement
সিদ্ধান্ত গুলো হলো১. আগামী ১৬ জুলাই প্রতিটি মেডিকেল কলেজ, জেলা, উপজেলা এবং প্রাইভেট হাসপাতালে দুপুর ১২-১টা পর্যন্ত মানববন্ধন।২. আগামী ১৭ ও ১৮ জুলাই সবার প্রাইভেট চেম্বার এবং প্রাইভেট অপারেশন বন্ধ থাকবে।৩. আগামী ১৮ জুলাই আবারও বিএমএর সঙ্গে বসে পরবর্তী আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হবে।
এতে বলা হয়, কর্মসুচিতে ওজিএসবির ও অন্যান্য সোসাইটির সব সদস্যের অংশগ্রহণ একান্ত কাম্য।
এএএম/এমআইএইচএস/জেআইএম
Advertisement