ঢাকা সফরত ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর নেতারা। শনিবার (১৫ জুলাই) দুপুর ২টা ৩০ মিনিটে ঢাকার ইউরোপীয় ইউনিয়ন কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।
Advertisement
এর আগে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে বসে। দুপুর ১২টায় বনানীর শেরাটন হোটেলে এ বৈঠক শুরু হয়। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির ৭ নেতা। আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরও ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান, অ্যাম্বাসেডর মোহাম্মদ জমির, দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মি আহমেদ, দপ্তর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ, মোহাম্মদ এ আরাফাত এবং তারানা হালিম।
আরও পড়ুন> আওয়ামী লীগের সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি দল
তার আগে ঢাকায় অবস্থানরত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রাক-নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দলের বিএনপির সঙ্গে বৈঠক হয়। সকাল ৯টায় শুরু হওয়া বৈঠক চলে প্রায় সাড়ে ১০টা পর্যন্ত। সকাল ৯টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। বিএনপির প্রতিনিধি দলে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মানবাধিকার বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আসাদ এবং চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল হোসেন জবিউল্লাহ।
Advertisement
আরও পড়ুন> খালেদা জিয়ার গুলশান কার্যালয়/দেড় ঘণ্টার বৈঠক শেষে বেরিয়ে গেলো ইইউ প্রতিনিধি দল
এরপর বিকেল ৪টায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে বৈঠক হবে ইইউর প্রতিনিধি দলটির। এবি পার্টির নেতৃত্ব দেবেন দলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম।
কেএইচ/এসএনআর/জিকেএস
Advertisement