দেশজুড়ে

বৃদ্ধার শোবার ঘরে ১৫ গোখরা সাপের বাচ্চা

কুষ্টিয়ার খোকসায় শোবার ঘরের মাটি খুঁড়ে ১৫টি বিষধর গোখরা সাপের বাচ্চা পাওয়া গেছে।

Advertisement

শুক্রবার (১৪ জুলাই) সকালে খোকসা উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া কুঠিপাড়ার আছিয়া খাতুন নামের এক বৃদ্ধার শোবার ঘরের মেঝে খুঁড়ে এসব গোখরা সাপের বাচ্চা ধরেন স্থানীয় সাপুড়ে।

স্বামী আকমল শেখের মৃত্যুর পর থেকে ওই বৃদ্ধা তার ভাই রেজন মোল্লার বাড়ির একটি কাঁচাঘরে আশ্রিত রয়েছেন। রেজন মোল্লা জানান, সকালে তার বোনের মাটির ঘর খুঁড়ে বেশ কয়েকটি জীবিত গোখরা সাপের বাচ্চা ধরা হয়। এসময় মাটির নিচে সাপের ডিমের ৩০টি খোসা পাওয়া যায়। তবে মা সাপটিকে পাওয়া যায়নি। জীবিত সাপের বাচ্চা সাপুড়েকে দিয়ে দেওয়া হয়েছে। বিভিন্ন সময় পিটিয়ে মারা বিষধর সাপের বচ্চাগুলো মাটিতে পুঁতে রাখা হয়েছে। তিনি আরও জানান, ৪-৫ দিন ধরে তার বাড়িতে গোখরা সাপের একাধিক বাচ্চা দেখা যাচ্ছিল। প্রতিটি বাচ্চাই দুই থেকে আড়াই ফুট লম্বা। প্রতিদিনই দু’একটি বাচ্চা সাপ পিটিয়ে মারা হয়। বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় তার বোনের ঘর থেকে একে একে বের হয়ে আসে সাতটি সাপের বাচ্চা। প্রতিবেশীদের সহযোগিতায় সেগুলোকে পিটিয়ে মারা হয়। তার গোটা পরিবার এখন সাপ আতঙ্কে রয়েছে। বৃদ্ধা আছিয়া খাতুন বলেন, তিনি মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। নিজে যে এতদিন সাপের সঙ্গে বসবাস করছিলেন তা বুঝতে পারেননি।

আল-মামুন সাগর/এসআর

Advertisement